Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লাকে ১৮১ রানের লক্ষ্য বেঁধে দিলো যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন


১৩ ডিসেম্বর ২০১৯ ২০:৫০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ২২:৫৩

নিজেদের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালের ধৈর্য্যশীল ব্যাটিং এবং থিসারা পেরেরার ব্যাটিং ঝড়ে কুমিল্লা ওয়ারিওর্সকে ১৮১ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। নির্ধারিত ২০ ওভারে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের সংগ্রহ ৭ উইকেটের বিনিময়ে ১৮০ রান।

রাজধানীর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনকে ব্যাট করতে পাঠায় কুমিল্লা ওয়ারিয়র্স। ব্যাট করতে নেমে শুরুতেই বেশ বড় রকমের হোঁচট খায় ঢাকা প্লাটুন। ইনিংসের প্রথম বলেই মুজিবুর রহমানেরবলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়।

বিজ্ঞাপন

এরপর দলীয় ২৬ রানে আবু হায়দার রনির শিকার হয়ে ফেরেন মেহেদী হাসান। মেহেদীর বিদায়ের পর তামিম ইকবালের সাথে দলের হাল ধরেন লরি ইভান্স। এই দু জনের ব্যাটিং নৈপূণ্যে দল সুবিধাজনক স্কোরের দিকে যেতে থাকে।

উইকেটের এক প্রান্ত আগলে ধরা তামিম ইকবাল ধৈর্য্যশীল ব্যাটিংয়ে তুলে নেন এবারের আসরে নিজের প্রথম অর্ধশতক। এই দুজনের ব্যাটে ভর করে ১০০ পার করে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনস।

দলের রান যখন ১০১, সেসময় আবারো আঘাত হানেন শানাঙ্কা। ২৩ রানে ইভান্সের বিদায়ের পর উইকেটে নামেন থিসারা পেরেরা, নেমেই শুরু করেন তান্ডব। সাথে ছিলেন তামিম ইকবাল। তবে ৫৩ বলে ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে তামিম ইকবাল বিদায় নিলে পরপর শহীদ আফ্রিদি এবং ওয়াহাব রিয়াজকে হারায় ঢাকা।

তবে থেমে থাকেননি পেরেরা। চালাতে থাকেন তান্ডব। ১৭ বলে ৪২ রানের ইনংস খেলে দলকে দেন ১৮০ রানের বড় সংগ্রহ।

কুমিল্লার হয়ে সৌম্য এবং শানাঙ্কা নেন দুটি করে উইকেট।

বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর