Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর রণ দিয়ে বিপিএল শুরু মাহমুদউল্লাহর


১৩ ডিসেম্বর ২০১৯ ১৯:০৬

কলকাতার ইডেন গার্ডেনসে গোলাপি টেস্টের দ্বিতীয় দিনে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই চোট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বিধায় বঙ্গবন্ধু বিপিএলের শুরু থেকে মাঠের লড়াইয়ে নামা হয়নি এই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলপতির। অবশেষে পুরোপুরি চোট মুক্ত হয়ে শনিবার (১৪ ডিসেম্বর) রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল শুরু করতে যাচ্ছে এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রামের দলীয় সূত্র বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছে।

তাদের তথ্যমতে, বিসিবি ফিজিও বায়েজিদুল ইসলাম খান তার সুস্থতার খবর নিশ্চিত করেছে। অতএব আগামিকাল রংপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল শুরু করতে যাচ্ছেন চট্টগ্রাম দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।

বঙ্গবন্ধু বিপিএলে ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ২ পয়েন্ট নিয়ে ৭ দলের মধ্যে টেবিলের চার নম্বরে মাহমুদউল্লার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

দুই ম্যাচে তার অনুপস্থিতিতে বন্দর নগরীর দলটিকে নেতৃত্ব দিয়েছেন রিয়াদ এমরিট।

বঙ্গবন্ধু বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর