Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনই চিন্তার কারণ দেখছেন না যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন দলপতি


১২ ডিসেম্বর ২০১৯ ১৮:২১ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ১৮:৫৪

বঙ্গবন্ধু বিপিএলে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনকে সবচাইতে শক্তিশালী হিসেবেই ধরা হচ্ছে। কারণটিও পানির মতো পরিষ্কার। মাশরাফি বিন মুর্ত্তজা, তামিম ইকবাল, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি আর ওয়াহাব রিয়াজকে নিয়ে গড়া দলটি শৌর্য্য, বীর্য্য, অভিজ্ঞতায় বাকি ৬ দলের চাইতে যোজন যোজন এগিয়ে। কিন্তু টুর্নামেন্টের শুরুটা ঠিক যেন প্রত্যাশিত হলো না। প্রথম ম্যাচেই হোঁচট খেল এবারের আসরের সেরার তকমা পাওয়া এই দলটি!

বিজ্ঞাপন

পড়ুন: মাশরাফি-তামিমরা পারল না যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনকে জেতাতে

শ্রীহীন ব্যাটিং ও বোলিংয়ে রাজশাহী রয়্যালসের কাছে হেরে গেল ৯ উইকেটের বড় ব্যবধানে! সেরা দলের এমন হার নিঃসন্দেহে ঢাকা প্লাটুন টিম ম্যানেজমেন্টের জন্য চিন্তার কারণ। তবে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা বলছেন, যেহেতু মাত্রই টুর্নামেন্ট শুরু হলো, তাই এখনই চিন্তার কোনো কারণ নেই। শুক্রবার (১৩ ডিসেম্বর) কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম ম্যাচের ভুলগুলো তারা শুধরে নেবেন।

‘টুর্নামেন্টটা অনেক বড়, এখনও অনেক সময় আছে। আজকে কিছু ভুল হয়েছে, রান আউট হয়েছে সেগুলো ঠিক করতে হবে। এটাও ঠিক যে বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার এসে মানিয়ে নিতে সময় লাগে। দুই তিনটা ম্যাচ গেলেই সব ঠিক হয়ে যাবে।‘

‘কালকেই যেহেতু ম্যাচ তাই বেশি চিন্তা করার সময় নাই। যেই ভুল গুলো হয়েছে সেটা ঠিক করে, যেখানে ভালো করা উচিৎ ছিলো সেখানে ভালো করতে হবে।‘

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে মাত্র ১৩৪ রান সংগ্রহ করে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন।

১৩৫ রানের সহজ লক্ষ্য রাজশাহী রয়্যালস ছুঁয়েছে মাত্র ১ উইকেটের খরচার। দলের হয়ে হযরতউল্লাহ জাজাই ৫৬*, লিটন দাস ৩৯ ও শোয়েব মালিক করেছেন ৩৬ রান।

টপ নিউজ বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ মাশরাফি বিন মুর্ত্তজা যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর