Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাশরাফি-তামিমরা পারল না যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনকে জেতাতে


১২ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ১৮:১৬

বঙ্গবন্ধু বিপিএল ২০১৯-২০২০ দিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা। যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন নড়াইল এক্সপ্রেস। তবে প্রত্যাবর্তনের ম্যাচটা হেরেই থামতে হয়েছে মাশরাফি-তামিমদের দলের। যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের ১৩৫ রানের জয়ের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে রাজশাহী রয়্যালস।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। ওপেনার তামিম ইকবাল ফেরেন দলীয় রান ২০’র আগেই। এরপর এনামুল হক বিজয় আর জাকির আলীর ব্যাটে ভর করে ভালো সংগ্রহের পথে থাকলেও শেষ পর্যন্ত তারাও থামে বড় সংগ্রহের আগেই। শেষ দিকে মাশরাফি বিন মুর্ত্তজা আর ওয়াহাব রিয়াজের ঝড়ো ইনিংসে ১৩৪ রানের লড়াকু সংগ্রহ পায় ঢাকা।

বিজ্ঞাপন

ঢাকার হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। আর তাকে সঙ্গ দেয়া জাকির আলী রান আউট হন ব্যক্তিগত ২১ রানে। শেষ দিকে মাশরাফি আর রিয়াজের ব্যাট থেকে আসে যথাক্রমে ১৮ ও ১৯। রাজশাহীর হয়ে দু’টি উইকেট নেন আবু জায়েদ রাহী। তবে ৪ ওভারে ৪৩ রান খরচও করেন এই পেসার।

জবাবে ব্যাট করতে নেমে লিটন দাস ও হজরতউল্লাহ জাজাইয়ের ঝড়ো সূচনা। এই দুই হার্ডহিটারের ব্যাটে শুরু থেকেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করে রাজশাহী। শুরু থেকেই রানের ফোয়ারা ছোটানো এই দুই ব্যাটসম্যান উদ্বোধনী জুটিতে গড়েন ৬২ রানের জুটি। ২৭ বলে ৪টি চার, ২টি ছয়ে ৩৯ রান করে থামেন লিটন দাস। তবে তিনি ফিরলেও জাজাই তুলে নেন বিপিএলের এবারের আসরে নিজের প্রথম অর্ধশতক।

লিটন ফিরলে শোয়েব মালিককে সঙ্গী করে রাজশাহীকে জয়ের বন্দরে নিয়ে যান জাজাই। মালিক অপরাজিত থাকেন ৩৬ রানে আর জাজাই করেন ৫৬ রান। আর তাতেই ১০ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় তুলে নেয় রাজশাহী রয়্যালস।

বিজ্ঞাপন

যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের হয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে একটি উইকেট তুলে নেন মেহেদী হাসান। আর অনেকদিন পর ক্রিকেটে ফেরা মাশরাফি ৩ ওভারে ১৮ রান খরচ করেও ছিলেন উইকেট শূন্য। এছাড়া ওয়াহাব রিয়াজ ৩ ওভারে ২১ আর শহীদ আফ্রিদি ৩ ওভারে ২৫ রান খরচ করেছেন।

টপ নিউজ বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ মাশরাফি বিন মুর্ত্তজা যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর