Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন


১২ ডিসেম্বর ২০১৯ ১৩:১৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ১৪:০০

বঙ্গবন্ধু বিপিএল ২০১৯-২০২০ মৌসুমের শুরু হয়েছে বুধবার (১১ ডিসেম্বর)। আর এবারের আসরের দ্বিতীয় দিনেই মাঠে নেমেছে টুর্নামেন্টের ফেবারিট যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। এই ম্যাচ দিয়েই পাঁচ মাস পরে ক্রিকেটে ফিরলেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা। টস জিতে আগে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী রয়্যালস।

এই ম্যাচ দিয়ে দীর্ঘ ১৫৯ দিন পর বঙ্গবন্ধু বিপিএলে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের হয়ে প্রতিযোগিতামুলক ক্রিকেটে ফিরলেন লাল সবুজের ক্রিকেটের দিন বদলের দলপতি মাশরাফি বিন মুর্ত্তজা আর সেই সঙ্গে এবারের বঙ্গবন্ধু বিপিএলের যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের অধিনায়কও।

বিজ্ঞাপন

যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন একাদশ: মাশরাফি বিন মুর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, জাকির আলী, হাসান মাহমুদ, লরি ইভানস, শহীদ আফ্রিদি, মেহেদী হাসান, থিসারা পেরেরা এবং ওয়াহাব রিয়াজ।

রাজশাহী রয়্যালস একাদশ: লিটন দাস, হজরতউল্লাহ জাজাই, অলক কাপালি, ফরহাদ রেজা, এফিফ হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদি, শোয়েব মাইল, আন্দ্রে রাসেল (অধিনায়ক), রবি বোপারা, আবু জায়েদ রাহী এবং তাইজুল ইসলাম।

উদ্বোধনী ম্যাচ টপ নিউজ টস বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ মাশরাফি বিন মুর্ত্তজা যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর