Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপরাজিত থেকে নকআউটে জুভেন্টাস


১২ ডিসেম্বর ২০১৯ ১০:৩৯

চ্যাম্পিয়ন্স লিগে ‘ডি’ গ্রুপের ম্যাচে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে জুভেন্টাস। এই জয়ে অপরাজিত থেকে নকআউট পর্বে প্রবেশ করেছে তুরিনের বুড়িরা।

লেভারকুসেনের মাঠে লড়াইটা হচ্ছিলো বেশ হাড্ডাহাড্ডি। ছেড়ে খেলছিলো না কেউ কাউকে। হচ্ছিলো একের পর এক আক্রমণ। তবে গোলের দেখা পাচ্ছিলো না কেউই।

৭৫ মিনিটে এসে ভাঙ্গে এই ডেডলক। পাবলো দিবালার বাড়ানো পাসে লেভারকুসেন সমর্থকদের নিশ্চুপ করে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১-০ তে এগিয়ে যায় সফরকারীরা।

তবে একটি গোল দিয়েও যেন সন্তুষ্ট হচ্ছিলো না মারিও সারির শিষ্যরা। থেমে থেমেই চলছিলো আক্রমণ। তবে সফলতার মুখ দেখছিলো না কোনো আক্রমণই।

ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে আসে সেই সুযোগ। জুভিদের গোল ব্যবধান দ্বিগুণ করে জয় সুনিশ্চিত করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েন। দিবালার পাসে প্রতিপক্ষের রক্ষণ ভেঙ্গে জালে বল জড়িয়ে ২-০ জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

এই জয়ে অপরাজিত থেকে শেষ ষোলোতে প্রবেশ করলো ইতালির জায়ান্টরা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ক্রিশ্চিয়ানো রোনালদো গঞ্জালো হিগুয়েন জুভেন্টাস নক আউট পর্ব পাউলো দিবালা শেষ ষোলো

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর