জয়ের জন্য রংপুরের প্রয়োজন ১৭৪ রান
১১ ডিসেম্বর ২০১৯ ২০:৩১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ২১:২৯
বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় ম্যাচে রংপুর রেঞ্জার্সকে ১৭৪ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ ১৭৩ রান।
শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে কুমিল্লা ওয়ারিয়র্স। ব্যাট করতে নেমে শুরুতেই খুব বড়সড় হোঁচট খায় কুমিল্লা। ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ নবীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওয়ারিয়র্স ওপেনার ইয়াসির আলি।
শুরুর সেই ধাক্কা কিছুটা কাটে সৌম্য সরকারের ব্যাটিংয়ে। ভানুকা রাজাপাকসেকে সাথে নিয়ে করা ৪১ রানের জুটিতে সাময়িক স্বস্তি পায় কুমিল্লা। ম্যাচের ৩য় ওভারে জীবন পেলেও সেই সুযোগ কাজে লাগিয়ে বেশিক্ষণ সার্ভিস দিতে পারেননি সৌম্য। ১৮ বলে ২৬ করে মুস্তাফিজের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান।
এরপর সাব্বির রহমান এবং ডেভিড মালান দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু তাদের পরপর বিদায়ে আবারো ব্যাকফুটে চলে যায় কুমিল্লা। ৮৫ রান তুলতেই তাদের ৫ টপ অর্ডার ফিরে যান সাজঘরে।
সপ্তম উইকেট হারানোর পর শুরু হয় শানাঙ্কা ঝড়। যেই ঝড়ে একেবারে দুমড়ে মুচড়ে যায় রংপুরের বোলিং লাইনআপ। একের পর এক বল বাউন্ডারি লাইন পার করতে করতে দলকে ১৭৩ রানে পৌঁছে দেবার পাশাপাশি অপরাজিত থাকেন ৩১ বলে ৭৫ রান করে। যেখানে ছিলো ৯টি ওভার বাউন্ডারির সাথে ৩টি চার। ৭ উইকেট বাগিয়ে নিয়ে রংপুর পায় ১৭৪ রানের টার্গেট।
রংপুরের হয়ে ২ টি করে উইকেট পান মুস্তাফিজ, সঞ্জিত সাহা এবং লুইস গ্রেগরি।
কুমিল্লা ওয়ারিয়র্স বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ রংপুর রাইডার্স সৌম্য সরকার