সাংবাদিকদের প্রশ্ন শুনলেই ইমরুল ফর্ম হারিয়ে ফেলেন!
১১ ডিসেম্বর ২০১৯ ১৮:২৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৫
বিপিএলে বরাবরাই ভাল পারফর্মার জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। কিন্তু জাতীয় দলে এলেই তিনি যেন অচেনা! ব্যাটিংয়ে বিপিএলের ধার দেখাতে পারেন না। নিদারুণ ভুলে ভরা শটস খেলে দলকে নিদারুণ চাপে ফেলে ফিরে যান সাজঘরে? বিষয়টি রহস্যই বটে। সেই রহস্যের উদঘাটন করতে চেয়ে বঙ্গবন্ধু বিপিএলের প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তাকে প্রশ্ন করলেন, বিপিএলে ভাল খেলেন কিন্তু জাতীয় দলে আপনার কী হয়? আপনি চাপ বোধ করেন? ঝাঁঝাঁলো উত্তরে ইমরুল যা বললেন তার শানে নযুল হল, সাংবাদিকরা তার ফর্ম নিয়ে কথা বললেই তিনি জাতীয় দলে নিষ্প্রভ হয়ে পড়েন!
ভুল পড়ছেন না, একেবারে সত্যি। ইমরুলের মুখেই শুনুন। ‘আপনাদের এই বলাটার জন্য আমি ফর্ম থেকে হারিয়ে যাই। ফর্মে থাকতে থাকতে আমি ফর্ম থেকে হারিয়ে যাই।’
জাতীয় দলের হয়ে ইমরুল কি খেলেন আর বিপিএলে কেমন পারফর্ম করেন সেই তুলনা খুঁজতে খুব বেশি দূরে যেতে হবে না। ভারতের বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজ ও বুধবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া বিপিএলে তার রান দেখলেই বিষয়টি পানির মত পরিষ্কার হয়ে যাবে।
কোহলিদের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে তার রান; ৬,৬,৪,৫। পক্ষান্তরে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচেই তার ব্যাট থেকে এল ফিফটি! ৩৮ বলে ২টি চার ও ৫টি ছক্কায় খেলে দিলেন ৬১ রানের ঝড়ো এক ইনিংস। তাতে বিপিএলের শুরুটা জয়ে করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেট থান্ডারের দেওয়া ১৬৩ রানের লক্ষ্য চট্টলার দলটি ছুঁয়ে ফেলল ৫ উইকেট হারিয়ে এক ওভার বাকি থাকতেই!
এরপরে তিনি আর কি বলবেন? ওই সাংবাদিক নিশ্চয়ই ভুল বলেননি।
ইমরুলের ঝাঁঝাঁলো জবাবের শেষ এখানেই নয়। আরেক সাংবাদিক জানতে চাইলেন, তাকেও তার ব্যাটিং অর্ডার নিয়ে। যেহেতু তিনি সাধারণত ওপেনিং বা দুইয়ে ব্যাটিং করে থাকেন তাই এই ম্যাচে তাকে চারে নামা দেখে তিনি প্রশ্ন করলেন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই অর্ডারেই তিনি প্রস্তুতি নিচ্ছেন কী না? ইমরুল বললেন, ‘আগাআগির চিন্তা ভাবনা ভাই আর করি না। এখন চিটাগংয়ে খেলি তাই এখানেই ফোকাস করছি। টি টোয়েন্টি বিশ্বকাপ এখনো অনেক দূর।’
স্বভাবগত ভাবে ইমরুল এমন নন। ভীষণ সৌম্য এবং সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরও দেন বেশ গোছালো। তাহলে আজ এমন এলমেলো উত্তর কেন দিচ্ছেন জাতীয় দলের এই ওপেনার? তিনি কি আপসেট? সেই প্রশ্নও তাকে করা হল। এবং উত্তরে যা বললেন তাতে এটা পরিষ্কার, জাতীয় দলে তার সাম্প্রতিক পারফরম্যান্স এবং দিনের পর দিন পর টিম ম্যানেজমেন্টের অবজ্ঞায় তিনি সত্যিই আপসেট!
‘না, না আমি আমার ক্যারিয়ার নিয়ে কখনোই আপসেট না। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। হ্যাঁ, আমার ক্যারিয়ারটা আরো ধারাবাহিক হতে পারত। কিন্তু হয়নি। এটা নিয়ে আফসোস করে লাভ নেই। সামনের যে ক বছর খেলি টেস্টা করব ভাল খেলতে।’
ইমরুল কায়েস চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বনাম সিলেট থান্ডার্স টপ নিউজ বঙ্গবন্ধু বিপিএল ২০১৯