Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় দিয়ে বিপিএল শুরু করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স


১১ ডিসেম্বর ২০১৯ ১৭:০৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৫

জয় দিয়ে বঙ্গবন্ধু বিপিএলের মিশন শুরু করল চট্টগ্রাম। উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডার্সকে ৫ উইকেটে হারিয়ে শুভ সুচনা করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাট করতে নেমে সিলেট থান্ডার্স শুরুতেই ওপেনার রনি তালুকদারকে হারিয়ে বসে দলীয় ৫ রানে। প্রথম আঘাতটি হানেন রুবেল হোসেন।

এরপর জনসন চার্লস প্রতিরোধ গরে তুলেন মোহাম্মদ মিঠুনকে সাথে নিয়ে। ব্যক্তিগত ৩৫ রানে চার্লসকে ফেরান নাসুম আহমেদ। উইকেটে থিতু হতে পারেননি জীবন মেন্ডিসও।

দলীয় ৬১ রানে মেন্ডিসের বিদায়ের পর চট্টগ্রামের বোলারদের ওপর তান্ডব চালাতে শুরু করেন মোহাম্মদ মিঠুন। মোসাদ্দেক হোসেন সৈকতকে সাথে নিয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় সিলেট। দলীয় ১৫৭ রানে মোসাদ্দেক বিদায় নিলেও দলকে ১৬২ রানের সংগ্রহ এনে দেন মিঠুন। ইনিংস শেষে অপরাজিতও থাকেন ৮৪ রানে।

১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় চট্টগ্রাম। তবে ইমরুল কায়েসের লড়াকু ব্যাটিংয়ে সেই ধাক্কা কাটিয়ে উঠে জয়ের দিকে এগিয়ে যেতে থাকে চ্যালেঞ্জার্সরা।

৬১ রানে ইমরুল কায়েস ফিরলে বাকি কাজটা সারেন ওয়ালটন এবং নুরুল হাসান। ৩০ বলে ৪৯ করে অপরাজিত থাকেন ওয়ালটন। ম্যাচ জয়ের মুহূর্তে তাকে সঙ্গ দিচ্ছিলেন নুরুল হাসান। এই দুই জন ৬ বল হাতে রেখেই ৫ উইকেটে দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন।

ম্যাচ সেরার পুরস্কার পান ইমরুল কায়েস।

টপ নিউজ বঙ্গবন্ধু বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর