বিপিএলে দর্শক শূন্য শের-ই-বাংলা
১১ ডিসেম্বর ২০১৯ ১৪:৪১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১৫:২০
বাইশ গজের উত্তেজনা যেন এদেশের দর্শকদের গ্যালারিতে টানতে পারছে না। বঙ্গবন্ধু বিপেএলের উদ্বোধনী ম্যাচে শের-ই-বাংলা স্টেডিয়ামের পুরো গ্যালারিই বস্তুত ফাঁকা পড়ে আছে। প্রায় ২৬ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে সাকুল্যে উপস্থিত আছেন মাত্র হাজারখানেক দর্শক!
শহীদ জুয়েল ও মোস্তাক স্ট্যান্ডে ৭২ জন, গ্র্যান্ড স্ট্যান্ডে ৯২ জন, ক্লাব হাউসে ৩২ জন, বাদ বাকিরা উত্তর, দক্ষিণ ও পূর্বদিকের গ্যালারিতে বসে উদ্বোধনী দিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের মধ্যকার ম্যাচটি উপভোগ করছেন।
অথচ ষষ্ঠ আসরের প্রথম ম্যাচে প্রতিটি গ্যালারিই ছিল দর্শকে ঠাসা। মাঠের বাইরেও সমর্থকদের দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। অনেকে আবার টিকিট না পাওয়ায় হতাশাও ব্যক্ত করেছিলেন।
কিন্তু এবারের বিপিএলের এই হাল কেন? তাহলে কি মুশফিক, তামিমদের ধারাবাহিক ব্যর্থতায় এদেশের ক্রিকেট থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিলেন? নাকি অন্য কিছু?