Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষসেরা ফুটবলারদের পুরস্কার দিবে দেশের সমর্থক গোষ্ঠী


১০ ডিসেম্বর ২০১৯ ২১:৫৮

ঢাকা: দেশের কৃতি খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার দিয়ে থাকে বিভিন্ন ক্রীড়া সংগঠন। প্রথমবারের মতো দেশের ফুটবল সমর্থক এক গোষ্ঠী বর্ষসেরা ফুটবলারদের পুরস্কার দিবেন। দেশের সর্বোচ্চ পর্যায়ে খেলা ফুটবলারদের এই পুরস্কার দেয়ার আয়োজন করতে চলেছে ফুটবল সংগঠন সাপোর্টার্স অব বাংলাদেশ ফুটবল (এসবিএফ)।

আগামী শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর এক চার তারকা হোটেলে মোট ১৩টি ক্যাটাগরিতে ফুটবলারদের পুরস্কার দিবে এই ফুটবল সংগঠন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দীন চৌধুরী।

এ বিষয়ে আয়োজক কমিটির সদস্য সচিব সম্রাট মহিম তালুকদার সারাবাংলাকে জানান, ‘দুর্দান্ত এক মৌসুম কাটানো ফুটবলারদের অনুপ্রানিত করতে আমাদের এই আয়োজন। যেনো আগামীতে আরও একটা ভাল মৌসুম আমাদের উপহার দিতে পারে।’

চার বিচারক ১৩ ক্যাটাগরিতে বর্ষসেরা খেলোয়াড়দের মনোনয়নসহ চূড়ান্ত নির্বাচন করেছেন। বিচারকগণ হলেন কোচ জুলফিকার মিন্টু, প্রথম আলোর ক্রীড়া সাংবাদিক মাসুদ আলম, জাগো নিউজের ক্রীড়া সাংবাদিক রফিকুল ইসলাম ও আলোকিত বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক শফিক আলম।

দেশের ফুটবলের সমর্থনে এক দল ফুটবল পাগল ২০১৪ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গড়ে তোলেন একটি প্লাটফর্ম। যার নাম ‘সাপোর্টার্স অব বাংলাদেশ ফুটবল’। স্বাধীনতা দিবসের দিনেই যাত্রা শুরু করে এসবিএফ। চলতি বছরে গত ২৬ মার্চ ৬ষ্ঠ বছরে পা রাখে দেশের ফুটবলপ্রেমীদের সংগঠনটি। উল্লেখ্য, ২০১৪ সালের ২৬শে মার্চ বাংলাদেশ ফুটবলকে সমর্থন করতেই দুটি অনলাইন গ্রুপ ও বাংলাদেশ ফুটবল টিম পেজের যাত্রা থেকেই সংগঠনে পরিণত হয় এসবিএফ।

বিজ্ঞাপন

বর্ষসেরা ফুটবলারদের সাপোর্টার্স অব বাংলাদেশ ফুটবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর