‘এল ক্লাসিকোতে নিরাপত্তা দেয়াটা দুষ্কর’
১০ ডিসেম্বর ২০১৯ ২১:২১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ২১:৪১
গুঞ্জন থামছেই না ন্যু ক্যাম্পে আসন্ন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো নিয়ে। বার্সেলোনায় চলমান অস্থিরতার কারণে কয়েক দফায় পেছানোর পর চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোর তারিখ নির্ধারণ করা হয় বুধবার (১৮ ডিসেম্বর)। তবে সেই ম্যাচ নিয়ে আবারো উঠলো গুঞ্জন।
চলমান অস্থিরতার কারণে আসন্ন এল ক্লাসিকোতে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা দুষ্কর বলে জানিয়েছে কাতালান পুলিশ।
ক্লাব ফুটবলের ইতিহাসের অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচ এল ক্লাসিকো। এই ম্যাচকে ঘিরে বাড়তি উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ফুটবল বিশ্ব জুড়েই। তবে এবার যেন আরও বেশি উত্তাপের হয়ে উঠেছে এল ক্লাসিকো। এর আগে কাতালান স্বাধীনতা আন্দোলনের জন্য এল ক্লাসিকো পিছিয়েও দেয়া হয়।