Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার দেশে ফিরছেন স্বর্ণজয়ী আর্চাররা


১০ ডিসেম্বর ২০১৯ ২০:৩৪

সদ্য সমাপ্ত ১৩ তম এসএ গেমসে দুর্দান্ত পারফর্মেন্স করা বাংলাদেশের স্বর্ণজয়ী আর্চাররা বুধবার (১১ ডিসেম্বর) নেপাল থেকে দেশে ফিরবেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যোগে সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁরা অবতরণ করবেন।

লাল সবুজের আর্চারের প্রতিনিধিরা এবারের আসরে আর্চারের ১০ টি ইভেন্টের সবগুলোতেই স্বর্ণ পদক জয় করেছেন। সেই সাথে গড়েছেন রেকর্ডও। এক ইভেন্টের সবগুলো স্বর্ণপদক জয় করে তাঁরা এই রেকর্ডটি করেন। ১০ স্বর্ণের সাথে সাথে তাঁরা অর্জন করেছেন একটি ব্রোঞ্জ পদকও।

বিজ্ঞাপন

বিমানবন্দরে তাদের স্বাগত জানাবেন বাংলাদেশ আর্চারি ফেডারেশন এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

আরও পড়ুনঃ সোনায় সোহাগা আর্চারির ১০ ইভেন্ট

১৩ তম এসএ গেমস আর্চার আর্চারি বাংলাদেশের স্বর্ণজয় রেকর্ড স্বর্ণজয়