Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল সেরা হতে চান আমির


৯ ডিসেম্বর ২০১৯ ১৭:৪১

বিপিএলের মোট ৬ আসরের মাত্র ২টিতে খেলেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। দুই আসর থেকে থলিতে পুড়েছেন মোট ১৮টি উইকেট। গেল আসরে তাকে দেখা যায়নি। তার আগের আসর অর্থাৎ ২০১৭-২০১৮ মৌসুমে খেলেছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। সেবার ৩ ম্যাচে শিকার করেছিলেন মোট ৪ উইকেট। ২০১৫-২০১৬ মৌসুমে চিটাগং ভাইকিংসের জার্সি গায়ে ৯ ম্যাচ খেলে তুলে নিয়েছিলেন ১৪ উইকেট। ইকোনমি রেট ছিল ৫.৫৬।

বঙ্গবন্ধু বিপিএলে সেই আমিরকে খুলনা টাইগার্সের জার্সিতে দেখা যাবে। নতুন দলে পাক পেসারের লক্ষ্যটাও অনন্য।  বল হাতে হতে চান এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারি।

বিজ্ঞাপন

সোমবার (৯ ডিসেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

আমির বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হতে চাই।’

বিপিএলের এবারের আসরকে সামনে রেখে খুলনা তাদের আনুষ্ঠানিক অনুশীলন করেছে ৫ ডিসেম্বর থেকে। তবে  মোহাম্মদ আমির শুরুটা হয়েছে ৯ ডিসেম্বর (সোমবার) থেকে। প্রথম দিনের অনুশীলনে এসেই দলীয় আবহে টুর্নামেন্টে দারুণ কিছু করা আভাস মিলেছে তার। তবে এক্ষেত্রে তিনি বেশি এগিয়ে রাখছেন দেশি ক্রিকেটারদের।

‘আমি কেবলই এলাম। আপনারা যদি আমাদের দল খুলনা টাইগার্স দেখেন, এনএদেখবেন খুব ভাল দল হয়েছে, বিশেষ করে স্থানীয় ভালো খেলোয়াড়রা আছে এই দলে। আশা করছি ভাল কিছু করব। ’

বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত,আমিনুল ইসলাম বিপ্লব, রাইলি রুশো, রবি ফ্রাইলিংক, শামসুর রহমান ‍শুভ, মোহাম্মদ সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ,শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির, নজিবুল্লাহ যাদরান, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, রহমানুল্লাহ গুরবাজ।

বিজ্ঞাপন

খুলনা টাইগার্স বঙ্গবন্ধু বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর