বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে এল যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন
৯ ডিসেম্বর ২০১৯ ১৬:৪৩ | আপডেট: ৯ ডিসেম্বর ২০১৯ ১৭:১০
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে তাই রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে এলেন এবারের আসরে অন্যতম দল যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের সদস্যরা।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে দল বেঁধে এই জাদুঘরে গিয়েছিলেন মাশরাফি বিন মুর্ত্তজা, তামিম ইকবাল, মুমিনুল হক, এনামুল হক বিজয়, আরিফুল হকসহ ঢাকা প্লাটুনের সদস্যরা। এসময় তারা জাদুঘরে তুলে ধরা ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মমতার চিত্রগুলো ঘুরে দেখেন।
যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের দেশ সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল এসময় সাংবাদিকদের বলেন, আমি অনেক কিছুই জানতাম না। আজ এখানে এসে অনেক কিছুই দেখলাম, জানলাম। সত্যি বলতে কী আমি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম ১৫ আগস্টের ভয়াল দৃশ্যগুলো দেখে।’
আর এক দিন বাদে সাত দলের অংশগ্রহণে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। ১১ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে চিটাগং চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট থান্ডার। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স।
আর যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন তাদের বিপিএল মিশন শুরু করবে ১২ ডিসেম্বর থেকে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস।