সালমান-ক্যাটরিনাকে দেখতে দুপুর থেকেই ভিড়
৮ ডিসেম্বর ২০১৯ ১৪:১৪ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৯ ১৪:২০
বঙ্গবন্ধু বিপিএল কনসার্ট শুরু হবে সেই বিকেল সাড়ে ৫টায়। কিন্তু শের-ই-বাংলার আবহ দেখে তা বোঝার উপায় নেই। রোববার (৮ ডিসেম্বর) দুপুর থেকেই ভেন্যু চত্বরে অগনিত দর্শকের ভীড়! কেউ স্টেডিয়ামের বাইরে থেকে উঁকি ঝুকি মারছেন, কেউ বাউন্ডারির গ্রিল ধরে স্টেডিয়ামের ভেতরে অপলক তাকিয়ে আছেন, কেউ বা টিকিটের জন্য ছুটছেন। উদ্দেশ্য একটিই; রুপালি পর্দার প্রিয় বজরঙ্গি ভাইজান ও ক্যাটরিনা কাইফকে কাছ থেকে দেখা ও তাদের কনসার্টের উত্তাপ গ্যালারিতে বসে নেয়া। পুরো হোম অব ক্রিকেটের আবহেই আজ যেন এই দুই বলিউড সুপারস্টারের অনুরণন।
দুপুর বেলায় যে মানুষগুলো স্টেডিয়ামের আশ পাশে ঘোরাঘুরি করছেন তাদের অভাগা বলতেই হচ্ছে। কেননা কনসার্টের টিকিট তারা এখনো হাতে পাননি। অগত্যা তাদের কালো বাজারির শরণাপন্ন হতে হচ্ছে। আর কালেবাজারিরাও এই সুযোগে রমরমা ব্যবসা করছেন। একটি টিকিট বিক্রি হতেই চোখ চকচক করে উঠছে। ১ হাজার টাকা মূল্যের টিকিট বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়।
স্টেডিয়ামে প্রবেশকালে এই প্রতিবেদককে দেখে এক দর্শক অভিযোগ করে বললেন, ‘ভাই, এক হাজার টাকা দামের টিকিট ৩ হাজার টাকা দিয়ে কিনলাম। কেউই কিছু বলছে না। পাশে পুলিশ দাঁড়ানো তারা দেখেও দেখছে না।‘
কিন্তু মজার ব্যাপার হলো, ‘অভিযোগ করলেও তার চেহারায় খেলে যাচ্ছে অদ্ভুত এক তৃপ্তি ছটা। ‘তবুও ভালো টিকিট পেয়েছি।‘
অনেকে আবার টিকিট আগে হাতে পেয়েও বন্ধুবান্ধব সমেত দুপুরের এসেই আড্ডা জমিয়েছেন। সেই আড্ডায় কেবলই প্রিয় কনসার্টের আলোচনা। বলা যায় পুরো হোম অব ক্রিকেটই আজ জাঁকালো এই কনসার্টের আনন্দে মেতেছে।
তবে এই আনন্দের মাত্রা দ্বিগুণ হতে পারত যদি সাধরণের জন্য আরও বেশি টিকিট আয়োজন করতে পারত বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। প্রায় ২৬ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে সাধারণের জন্য ছাড়া হয়েছে মাত্র ৭ হাজার টিকিট। এর পেছনে অবশ্য কারণও আছে। শের-ই-বাংলার পিচের রক্ষণাবেক্ষণের বিষয়টি মাথায় রেখেই তাদের এ্ই উদ্যোগ।
এদিকে কনসার্টে যোগ দিতে সকালেই ঢাকায় পা রেখেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বাকিদের দুপুরের মধ্যেই আসার কথা।
কনসার্টের জন্য শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গেইট খুলে দেওয়া হবে বিকেল ৩টায়। আর বন্ধ হবে ৫টায়।
শুরুটা হবে বিকেল ৫টায় ডি’রক স্টার শুভ’র গান দিয়ে। আর শেষ হবে রাত ১১টায় সালমান-ক্যাটরিনার ডান্স পারফরম্যান্স দিয়ে।
উদ্বোধনী অনুষ্ঠান টপ নিউজ দর্শকের ভিড় বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ সালমান খান সালমান খান ও ক্যাটরিনা কাইফ