আর্চারিতে এবার নারী দলের স্বর্ণ জয়
৮ ডিসেম্বর ২০১৯ ১১:৫২ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৯ ১৩:২৪
রোববার (৮ ডিসেম্বর) সকালে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ পুরুষ দল আর্চারির রিকার্ভে দলগত স্বর্ণপদক জয় করে। আর এরপরেই নারী দল জয় করে স্বর্ণপদক। এটি এসএ গেমসে বাংলাদেশের ৯ম স্বর্ণপদক। নারী দলও শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে স্বর্ণ জয় করেন।
এসএ গেমসের আর্চারিতে প্রথম স্বর্ণ বাংলাদেশের
রিকার্ভ নারী দলগত ইভেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের তিন আর্চার—ইতি খাতুন, মেহনাজ আক্তার ও বিউটি রায়। আর্চারিতে ১০ ইভেন্টেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। যার মধ্যে দলগত নারী ও পুরুষ উভয় ইভেন্টে স্বর্ণ জয় করে নিয়েছে বাংলাদেশ। আর বাকি ৮টি ইভেন্টেও স্বর্ণপদক জয়ের আশা রয়েছে বাংলাদেশের।
রিকার্ভ দলগত ইভেন্টে স্বর্ণপদকজয়ী ইতি খাতুন রিকার্ভ একক ইভেন্টেরও ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে হারিয়েছেন ভুটানের কারমাকে। ভুটান থেকে প্রথম সরাসরি অলিম্পিকে সুযোগ পাওয়া কারমাকে হারিয়ে চমকে দেন ইতি। এ ছাড়াও মেয়েদের কম্পাউন্ডের এককের ফাইনালে উঠেছেন সোমা বিশ্বাস। শ্রীলঙ্কার থাকশিলাকে সেমিফাইনালে হারিয়েছেন সোমা। ফাইনালে প্রতিপক্ষ ভুটানের করুনারত্নে।
রোববার (৮ ডিসেম্বর) আর্চারির দলগত ইভেন্টে পুরুষ ও নারী উভয় ইভেন্টে স্বর্ণপদক জিতে নেয় বাংলাদেশ। আর তাতেই দেশের ঝুলিতে যুক্ত হয় মোট ৯টি স্বর্ণপদক। এছাড়া, ২২টি রৌপ্য আর ৫৫টি ব্রোঞ্জ নিয়ে বাংলাদেশের পদকের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬টি।