ভারোত্তোলন থেকে ৬ষ্ঠ স্বর্ণ এলো বাংলাদেশের
৭ ডিসেম্বর ২০১৯ ১৪:৪৪ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৬
এসএ গেমসের ৭ম দিনে বাংলাদেশ পেলো আরও একটি স্বর্ণ। পুরুষ ১০২ কেজি শ্রেণিতে বাংলাদেশকে স্বর্ণ এনে দিলেন জিয়ারুল ইসলাম। এসএ গেমসের এবারের আসরে বাংলাদেশের এটি ৬ষ্ঠ স্বর্ণ।
এদিকে ১০২ কেজি শ্রেণিতে রৌপ্য জিতেছেন মাইনুল ইসলাম। আর ৮১ কেজি নারী ভারোত্তলনে ভারতের প্রতিযোগীর কাছে হেরে রৌপ্য জিতেছেন জোহরা খাতুন নিশা। এর আগে দিনের শুরুতে মাবিয়া আক্তার নারীদের ৭৬ কেজি শ্রেণিতে শ্রীলঙ্কার প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণ জিতেছিলেন।
গেমসের দ্বিতীয় দিনে বাংলাদেশকে এবারের আসরের প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন তায়কোয়ান্দো থেকে দিপু চাকমা। তার পর দিন কারাতে থেকে আরও তিনটি স্বর্ণপদক পেয়েছিলো বাংলাদেশ। কারাতে থেকে স্বর্ণ এনে দিয়েছিলেন আল আমিন, হুমায়রা এবং মারজান।
এখন পর্যন্ত বাংলাদেশ এসএ গেমসের এবারের আসরে ছয়টি স্বর্ণ বাগিয়ে আনতে সক্ষম হয়েছে।