Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বর্ণজয়ের মিশনে টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা


৬ ডিসেম্বর ২০১৯ ১৮:০১

এসএ গেমসের নারী ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ উঠে গিয়েছিলো গতকালই। অপেক্ষা ছিলো শুধু প্রতিপক্ষের। অবশেষে অবসান হলো অপেক্ষার। ফাইনালে টাইগ্রেসদের প্রতিপক্ষ হিসেবে খেলবে শ্রীলঙ্কা।

শুক্রবার (৬ ডিসেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে নেপালকে ৪১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লঙ্কানরা। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১১৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ৯ উইকেটের বিনিময়ে ৭৭ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা।

বিজ্ঞাপন

এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিলো সালমা খাতুনরা। এরপর দ্বিতীয় ম্যাচে নেপালকে হারায় ১০ উইকেটে। সবশেষ ম্যাচে মালদ্বীপকে ৬ রানে গুটিয়ে ফেলে ২৪৯ রানের জয় নিয়ে অপরাজিত ভাবে ফাইনালে উঠে বাংলাদেশ।

রবিবার (৮ ডিসেম্বর) ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। আর শনিবার (৭ ডিসেম্বর) ব্রোঞ্জের জন্য লড়বে মালদ্বীপ এবং নেপাল।

১৩ তম এসএ গেমস ফাইনাল বাংলাদেশ নারী ক্রিকেট দল স্বর্ণজয়ের লক্ষ্য

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর