Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাসিকো থেকে ছিটকে গেলেন এডেন হ্যাজার্ড


৫ ডিসেম্বর ২০১৯ ১৭:৪০ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৯ ১৮:১৫

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু’তে পিএসজির বিপক্ষে খেলার সময় পায়ে চোট পান এডেন হ্যাজার্ড। স্বদেশী ফুলব্যাক থমাস মুনিয়েরের ফাউলে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন হ্যাজার্ড। প্রাথমিক পরীক্ষায় জানা গিয়েছিল তেমন গুরুত্বর নয় হ্যাজার্ডের ইনজুরি। ফিরবেন দুই সপ্তাহের মধ্যেই। তবে এখনও ক্রাচেসে ভর কর করেই হাটতে হচ্ছে হ্যাজার্ডকে।

ভালদেবেবাসের চিকিৎসকরা হ্যাজার্ডের রিকভারি নিয়ে যেমনটা আশা করেছিল তেমনটা ঠিক হচ্ছে না। হ্যাজার্ডের রিকভারি হচ্ছে অনেক ধীর গতিতে। আর তাই তো আগামী ১৮ ডিসেম্বর এল ক্লাসিকো থেকে ছিটকে গেলেন তিনি।

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদের ফুটবলাররা বুধবার (৫ ডিসেম্বর) মাদ্রিদের এক রেস্টুরেন্টে নৈশভোজের জন্য মিলিত হয়। ক্রিসমাস পূর্ববর্তী নৈশভোজে ইনজুরিগ্রস্থ হ্যাজার্ডও যোগ দেন। তবে এখনও নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে পারছেন না হ্যাজার্ড। সাহায্যের প্রয়োজন পড়ছে ক্রাচেসের। আর তাই তো ওই রেস্টুরেন্টে হ্যাজার্ডকে সঙ্গে নিয়ে আসেন তার স্বদেশী বন্ধু থিবো কোর্তোয়া।

স্প্যানিশ গণমাধ্যম নিশ্চিত করে এখনও পায়ে ব্যথা অনুভব করছেন। আর এল ক্লাসিকোর আগে সুস্থ হয়ে পুরোপুরিভাবে মাঠে ফেরার কোনো সম্ভবনায় দেখছেন না চিকিৎসকরা। কেবল ক্লাসিকোই নয়; সেই সঙ্গে পুরো বছরটাই নাকি মাঠের বাইরে থাকতে হতে পারে বেলজিয়ান এই তারকা ফুটবলারকে।

অনিশ্চিত ইনজুরিতে এডেন হ্যাজার্ড এল ক্লাসিকো বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর