এক হাজার টাকায় দেখা যাবে বঙ্গবন্ধু বিপিএল কনসার্ট
৫ ডিসেম্বর ২০১৯ ১৭:০০ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৯ ১৮:০২
অবশেষে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু বিপিএল কনসার্টের টিকিটের মূল্যে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। টিকিটের সর্বনিম্ন মূল্য ১ হাজার ও সর্বোচ্চ মূল্য ধার্য্য করা হয়েছে ১০ হাজার টাকা। থাকছে আড়াই হাজার টাকা মূল্যের টিকিটও।
১০ হাজার টাকা মূল্যের টিকিট কেটে যারা আসবেন তারা মঞ্চের একেবারে সামনে অর্থাৎ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠে বসে সালমান-ক্যাটরিনার স্টেজ পারফরম্যান্সের উত্তাপ নিতে পারবেন।
আড়াই হাজার টাকা মূল্যের টিকিটি কেটে বসা যাবে গ্র্যান্ড স্ট্যান্ডে। আর ১ হাজার টাকার দর্শকেরা বসবেন ক্লাব হাউসে।
টিকিট পাওয়া যাবে শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে মিরপুর-শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন ১ নম্বর গেইটের বুথ সোহরাওযার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
৮ ডিসেম্বরের জমকালো এই সঙ্গীত সন্ধ্যায় দুই বলিউড সুপার স্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে মঞ্চ মাত করতে থাকছেন বলিউডের দুই সঙ্গীত তারকা সনু নিগাম ও কৈলাশ খের। তাদের পাশাপাশি সুরের মুর্ছণায় দর্শকদের বুঁদ করে রাখবেন লাল সবুজের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যান্ড তারকা জেমস। থাকছেন সুরকণ্ঠী মমতাজও।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ ডিসেম্বর থাকবেন এই উদ্বোধনে। তার হাতেই পর্দা উঠবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই বিপিএলের।
উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপ্তি হবে ৬ ঘণ্টা। বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। দর্শনার্থীদের জন্য বিকেল ৩টায় গেইট খুলে দেওয়া হবে। আর বন্ধ হবে সাড়ে ৫টায়।
উদ্বোধনী অনুষ্ঠান টপ নিউজ টিকিটের মূল্য বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ বিসিবি