Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফারগুসন-ওয়েঙ্গারকে ছাড়ালেও মোরিনহোর পেছনেই ক্লপ


৫ ডিসেম্বর ২০১৯ ১৬:৩৫ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৯ ১৬:৩৭

জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ২০১৫ সালে লিভারপুলের ডাগ আউটের দায়িত্ব গ্রহণ করেন ইয়ুর্গেন ক্লপ। ইংলিশ ক্লাবটি এক দশক ধরেই যেন নিজেদের হারিয়ে খুঁজছিল। ২০০৫ সালে শেষবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয় করেছিল লিভারপুল আর তারপর থেকেই যেন নিজেদের হারিয়ে ফেলে এক সময় ইউরোপ শাসন করা অল রেডরা। তবে ক্লপের দায়িত্ব গ্রহণের পর ধীরে ধীরে যেন সব পাল্টে যেতে থাকে। প্রথম মৌসুমে লিগে ৮ম স্থানে থেকে শেষ করলেও দ্বিতীয় মৌসুমে ঠিকই দলকে চ্যাম্পিয়নস লিগের জন্য কোয়ালিফাই করেন।

বিজ্ঞাপন

আর ২০১৭-১০১৮ মৌসুমেই নিজেদের খুঁজে পায় অল রেডরা। ২০০৭ সালের পর প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠে লিভারপুল। তবে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের সামনে দাঁড়াতেই পারেনি লিভারপুল। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে হেরে শিরোপা খোয়ায় লিভারপুল।

এরপর নিজের চতুর্থ মৌসুমে এসে অপ্রতিরোধ্য এক দল গড়েন ইয়ুর্গেন ক্লপ। ১৪ বছর পর লিভারপুলকে এনে দেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা আর লিগ শিরোপার খুব কাছে গিয়েও ছোঁয়া হয়নি আরাধ্য এই শিরোপা।

লিভারপুলের হয়ে বুধবার (৪ ডিসেম্বর) রাতে মার্সিসাইড ডার্বিতে এভারটনকে ৫-২ গোলের ব্যবধানে হারিয়ে অল রেডদের ডাগ আউটে ১০০তম জয় পান ক্লপ। আর কোচ হিসেবে নিজের ১০০তম জয় তুলে নিতে ক্লপ পেছনে ফেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফারগুসনকে। এবং সেই সঙ্গে পেছনে ফেলেছেন আর্সেনালের আর এক কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গারকেও। এই দুই কিংবদন্তি কোচ যথাক্রমে ১৬২ এবং ১৭৯ ম্যাচে তুলে নিয়েছিলেন নিজেদের ১০০তম জয়। যেখানে ক্লপ লিভারপুলের হয়ে ১০০তম জয় তুলে নিতে ডাগ আউটে দাঁড়িয়েছেন ১৫৯ ম্যাচে।

তবে ফারগুসন এবং ওয়েঙ্গারকে পেছনে ফেললেও দ্বিতীয় সেরা হয়ে থাকতে হচ্ছে ক্লপকে। কারণ স্পেশাল ওয়ান খ্যাত হোসে মোরিনহো নিজের ১০০তম জয় তুলে নিতে অপেক্ষা করতে হয়েছে ১৪২টি ম্যাচ।

মোরিনহোর কাছে প্রথম স্থান হারানো ক্লপ লিভারপুলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর মোরিনহোকে কটাক্ষ করে বলেছিলেন তিনি ‘স্পেশাল ওয়ান’ নন তিনি ‘নরমাল ওয়ান’। আর সেই মোরিনহোর পেছনেও বসে অপেক্ষা করতে হচ্ছে ক্লপকে।

বিজ্ঞাপন

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১৯-২০২০ মৌসুমে প্রথম ১৫ ম্যাচেই অপরাজিত রয়েছে লিভারপুল। আর এর মধ্যে মাত্র একটি ম্যাচেই ড্র করেছে অল রেডরা। ১৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করা লিভারপুলের থেকে ৮ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে লিচেস্টার সিটি আর ৯ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

আর্সেন ওয়েঙ্গার ইয়ুর্গেন ক্লপ ইংলিশ প্রিমিয়ার লিগ রেকর্ড স্যার অ্যালেক্স ফারগুসন হোসে মোরিনহো

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর