Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেকে ছাড়িয়ে যেতে চান তাসকিন


৫ ডিসেম্বর ২০১৯ ১৬:৩৩ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৯ ১৬:৩৪

বিপিএল গেল আসরে ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন তাসকিন আহমেদ। ষষ্ঠ আসরের ওই পারফরম্যান্সই তাকে নিউজিল্যান্ডে সিরিজে জায়গা করে দিয়েছিল। কিন্তু গোঁড়ালির চোটে সেই সফর থেকে ছিটকে গিয়েছিলেন। সেটা অন্য আলোচনা। মূল আলোচনায় আলোচনায় আসা যাক। বিপিএলের এবারে আসরে  উইকেট শিকারে আরো পারদর্শীতা দেখাতে চাইছেন এই গতি তারকা। উইকেটের পসরা সাজিয়ে চাইছেন নিজেকে ছাড়িয়ে যেতে।

বিজ্ঞাপন

১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের জার্সি গায়ে বল হাতে গতির ঝড় তুলতে দেখা যাবে তাসকিনকে। সেই ঝড়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ তছনছ করে নিজেকে উইকেট শিকারির তালিকায়া শীর্ষে দেখার প্রত্যয় ২২ বছর বয়সী এই ডান পহাতি পেসারের।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট একোডেমি মাঠে  তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

‘আশাতো থাকবেই আগের থেকে ভালো করার। কিন্তু দিনশেষে এটা একটা খেলা। ভালো খারাপ হবেই। আমি চেষ্টা করবো সর্বোচ্চটা দিতে প্রত্যেকটা ম্যাচে। যাতে আমার কারণে রংপুর রেঞ্জার্স ম্যাচ জিততে পারে।’

বিপিএল এমনই এক মঞ্চ যেখানে পারফর্ম করলে জাতীয় দলের পথ মসৃণ হয়। অনেকে আবার বিপিএলকে দেখেন ফেরার মঞ্চ হিসেবেও। তাসকিন আহমেদ অবশ্য দ্বিতীয় দলের। বিপিএল ষষ্ঠ আসরে গোঁড়ালির ইনজুরিতে পড়ে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে যাওয়ার পর জাতীয় দলের একাদশে তাকে আর দেখা যায়নি।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সিরিজে তাকে টাইগার স্কোয়াডে রাখা হলেও টিম কম্বিশনের কথা বিবেচনা করে একাদশে নামায়নি টিম ম্যানেজমেন্ট। ছিলেন না আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজের ১৫ সদস্যের দলেও। কিন্তু চট্টগ্রামের স্পিন স্বর্গে তার একাদশে জায়গা হয়নি। ত্রিদেশীয় সিরিজ ও সদ্য সমাপ্ত ভারত ভারত সিরিজেও ছিলেন দলের বাইরে। এমতাবস্থায় আবার জাতীয় দলে নিয়মিত হতে বিপিএলকেই মঞ্চ হিসেবে দেখছেন  এই পেসার।

‘আসলে আমার এখন লক্ষ্যই হল যেখানেই সুযোগ হোক ভালো খেলা। চেষ্টা করবো সুস্থ থাকার, চেষ্টা করছিও যেভাবে ফিট থাকা যায়। লক্ষ্যই এখন একটা সামনের বিপিএল ভালো খেলা। নিজের সর্বোচ্চটা দিইয়ে চেষ্টা করবো ভালো খেলার। ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে খেলার সুযোগ পাই এটাই আমার লক্ষ্য।’

বিজ্ঞাপন

‘বিপিএল আমি খুব এনজয় করি। আমার খুব ভালো লাগে বাংলাদেশের বেস্ট টুর্নামেন্ট আর অনেক তারকা ক্রিকেটাদের সঙ্গে খেলা হয়, ড্রেসিংরুম শেয়ার করা হয়। তো একটা আমেজও থাকে। আমার মধ্যে একটা আনন্দ কাজ করে বিপিএল আসলে। এনজয় করি অনেক।’ যোগ করেন তাসকিন

১১ ডিসেম্বর মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে এবারের আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি তাসকিনের রংপুর রেঞ্জার্স।

তাসকিন আহমেদ বঙ্গবন্ধু বিপিএল রংপুর রেঞ্জার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর