Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিসমাসের আগে রিয়ালের নৈশভোজে উপস্থিত বেলও


৫ ডিসেম্বর ২০১৯ ১৫:১৬

ক্রিসমাসের আগে সব মিলিয়ে মোট পাঁচটি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। তবে ১২ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর এই ১১ দিনেই রিয়াল খেলবে মোট চার ম্যাচ। তাই তো ক্রিসমাসের আগে যেন দম ফেলারও সময় নেই লস ব্ল্যাঙ্কোসদের। আর তাই তো ক্রিসমাসের ২০ দিন আগেই দলের সবাই সেরে ফেললেন ক্রিসমাসের নৈশভোজ। জিদানের তত্ত্ববধায়নে মাদ্রিদের একটি স্বনামধন্য রেস্টুরেন্টে আয়োজিত হয় এই নৈশভোজ অনুষ্ঠান।

শনিবার (৭ ডিসেম্বর) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু’তে এস্পানিওলকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। এর আগে দেপোর্তিভো আলাভেজের সঙ্গে শেষ ম্যাচ খেলেছিল ৩০ নভেম্বর। ডিসেম্বরে এই ছুটিটাই সব থেকে দীর্ঘ রিয়াল শিবিরের। এরপর থেকেই ব্যস্ততম সময়সুচির মধ্য দিয়ে যাবে লস ব্ল্যাঙ্কোসরা।

বিজ্ঞাপন

চলতি মাসেই রয়েছে ক্যাম্প ন্যু’তে এল ক্লাসিকো। সব মিলিয়ে দম ফেলার সময় পাবেন না রিয়ালের ফুটবলাররা। আর তাই তো বুধবার সন্ধ্যায় দলের সবাইকে নিয়ে ক্রিসমাস পূর্ববর্তি নৈশভোজ সেরে ফেললেন জিদান।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সব খেলোয়াড়ই। ইনজুরিতে থাকা এডেন হ্যাজার্ডও উপস্থিত ছিলেন এই নৈশভোজে। আর সেই সঙ্গে ছিলেন জিদানের সঙ্গে অনেকটা সাপে নেউলে সম্পর্ক থাকা গ্যারেথ বেলও। তবে স্পেনে ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে ভিনিসিয়াস জুনিয়র, ক্যাসেমিরো, থিবো কোর্তোয়া, এডেন হ্যাজার্ড, লুকা মদ্রিচ, লুকা জোভিচ এবং হামেস রদিগেজকে পৌঁছে দেন তাদের কয়েকজন বন্ধু।

এর আগে ২০১৩ সালে রিয়ালের সাবেক কোচ হোসে মোরিনহো দলের সব ফুটবলারদের নিয়ে এমন নৈশভোজের আয়োজন করেছিলেন কোপা দেল রে’র ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে নামার ঠিক আগেই।

বিজ্ঞাপন

ক্রিসমাস গ্যারেথ বেল জিনেদিন জিদান নৈশভোজ রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর