Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ রানে অলআউট, মালদ্বীপের বিপক্ষে নিগার-ফারজানাদের রেকর্ড জয়


৫ ডিসেম্বর ২০১৯ ১৪:১২ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৯ ১৭:০৫

এসএ গেমসে দুর্দান্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম দুই ম্যাচ দুর্দান্ত ভাবে জিতে তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল মালদ্বীপের। জেতার আশায় খেলতে নেমে জয়ের সাথে বোনাস হিসেবে রেকর্ড নিয়ে মাঠ ছেড়েছে লাল সবুজ জার্সিধারীরা। মালদ্বীপকে মাত্র ৬ রানে অল আউট করে দিয়ে ২৪৯ রানের রেকর্ড জয় তুলে নিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানেই দুই ওপেনার হারায় বাংলাদেশ। তবে বেশিক্ষণ হাসি ধরে রাখতে পারেনি মালদ্বীপ। নিগার সুলতানা এবং ফারজানা হকের ঝরো ব্যাটিংয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২ উইকেটের বিনিময়ে ২৫৫ রান। নিগার সুলতানা অপরাজিত থাকেন ৬৫ বলে ১১৩ রানে এবং ফারজানা হক ৫৩ বলে ১১০ রানে।

বিজ্ঞাপন

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপের সামনে দাঁড়াতে পারেনি মালদ্বীপের কোনো ব্যাটসম্যানই। ৬ রানেই গুটিয়ে যায় মালদ্বীপের ইনিংস। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন এবং ঋতু মণি নেন ৩ টি করে উইকেট।

স্কোরঃ

বাংলাদেশঃ ২৫৫/২; নিগার সুলতানা ১১৩ (৬৫), ফারজানা হক ১১০ (৫৩); শ্যামা আলী ১/৩৮

মালদ্বীপঃ ৬/১০; শ্যামা আলি ২ (১২); ঋতু মণি ৩/১, সালমা খাতুন ৩/২

১৩ তম এসএ গেমস এসএ গেমস টপ নিউজ নারী ক্রিকেট দল রেকর্ড জয় রেকর্ড জুটি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর