Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএ গেমস: হাসপাতালে ভর্তি হলেন আরও দুই অ্যাথলেট


৫ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৯

দুর্ভাগ্য কাটছেই না বাংলাদেশের। গতকাল মাথায় আঘাত পেয়ে ফাইনাল খেলতে পারেননি বাংলাদেশের কারাতে প্রতিযোগী মারজান। ভর্তি হয়েছিলেন হাসপাতালে। আজ (৫ ডিসেম্বর) এসএ গেমসের চতুর্থ দিনের শুরুতেই আবার সেই দুর্ভাগ্য সঙ্গী হল বাংলাদেশের। শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০০ মিটার দৌড়ের ফাইনালিস্ট জহির রায়হান। তার সাথে একই সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরেক অ্যাথলেট আবু তালেবও।

বিজ্ঞাপন

উচ্চতাজনিত কারণে শ্বাসকষ্ট শুরু হয় জহিরের। নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু করলে দ্রুত হাসপাতালে নেয়া হয়  তাকে। একই সমস্যা দেখা যায় আবু তালেবেরও।

এসএ গেমসে জহিরের ইভেন্টে তার স্বর্ণজয় অনেকটাই নিশ্চিত ছিলো। কিন্তু হাসপাতালে ভর্তি হবার কারণে ছিটকে গেলেন ফাইনাল থেকে।

হাসপাতাল সূত্র থেকে বলা হয়েছে, ‘জহিরের পালস রেট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এ অবস্থায় আমরা তাকে ফাইনালে অংশ নেওয়ার অনুমতি দিতে পারছি না।’

গত নভেম্বরে ভারতের অন্ধ্র প্রদেশে জুনিয়র অ্যাথলেটিকসে স্বর্ণ জয় করেছিলেন জহির।

এর আগে গতকাল (৪ ডিসেম্বর) মাথায় আঘাত পেয়ে ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন কারাতে প্রতিযোগী মারজান আক্তার পিয়া। তার অনুস্পস্থিতিতে একটি স্বর্ণ হাতছাড়া হয় বাংলাদেশের। আজ আরও একটি হাতছাড়া হল ৪০০ মিটার হিটে।

১৩ তম এসএ গেমস অ্যাথলেট ইনজুরি টপ নিউজ হাসপাতালে ভর্তি অ্যাথলেট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর