হাসপাতাল ছাড়লেন মারজান
৪ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৭ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ১৪:৪০
আজ (৪ ডিসেম্বর) ইভেন্ট শ্রীলঙ্কার প্রতিযোগীর বিপক্ষে খেলার সময় কানের নিচে আঘাত পান এসএ গেমসে বাংলাদেশেকে তৃতীয় স্বর্ণ এনে দেয়া কারাতে প্রতিযোগী মারজান আক্তার পিয়া। সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তার সিটি স্ক্যান করান। রিপোর্টে গুরুতর কিছু ধরা না পড়ায় হাসপাতাল ছেড়েছেন স্বর্ণজয়ী এই কারাতে প্রতিযোগী।
রিপোর্টে গুরুতর কিছু ধরা না পড়লেও বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে তাকে। বিষয়টি নিশ্চিত করেন কাঠমান্ডুর ব্লু ক্রস হাসপাতালের চিকিৎসক প্রাজ্জল মানে। তিনি জানান, ‘সব রিপোর্ট স্বাভাবিক, তবে তাকে আপাতত কিছুদিন বিশ্রাম নিতে হবে।’
এর আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা গণমাধ্যমকে জানান, ‘মারজানের রিপোর্ট স্বাভাবিক এসেছে। তবে ডাক্তার তাকে দুই ঘণ্টা পর্যবেক্ষণে রেখে সব কিছু ঠিকঠাক মনে করলে ছেড়ে দেবেন।
এসএ গেমসের দ্বিতীয় দিনে কারাতেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্বর্ণ লাভ করেছিলেন মারজান।