ম্যাচ পাতানোর দায়ে রাজ্য অ্যাসোসিয়েশনের কর্তা গ্রেফতার
৪ ডিসেম্বর ২০১৯ ১৮:১৪ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৩
ফিক্সিং কালিমার দাগ মুছছেই না কর্ণাটক প্রিমিয়ার লিগ থেকে। একের পর এক ফিক্সিং কান্ডের গ্রেফতার হচ্ছেন খেলোয়াড় থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের কর্তারাও। এবারে কেপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের ম্যানেজমেন্ট কমিটির কর্তা সুধেন্দ্র সিন্ধেকে।
পুলিশের বরাদ দিয়ে জানা গেছে, লিগে স্পট ফিক্সিংয়ের জন্য অভিযুক্ত অন্যতম দল বোলাগাভি প্যান্থার্সের কোচ ছিলেন সুধেন্দ্র। দুইদিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে পুলিশ।
তার বিরুদ্ধে অভিযোগ এসেছে , তিনি দলটির মালিক আসফাক থারার সাথে মিলে লিগের বেশ কিছু ম্যাচ ফিক্সিং করেছিলেন।
এখন পর্যন্ত ম্যাচ পাতানোর অভিযোগে কর্ণাটক প্রিমিয়ার লিগের ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে অন্যতম হলেন আন্তর্জাতিক বুকি শ্যাম, ভবেশ বাফনা, কর্নাটকের হয়ে রঞ্জি ও আইপিএল খেলা ক্রিকেটার সিএম গৌতম, বল্লারি টাস্কার্সের বোলার ভবেশ গুলচা।
এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে রবিন উথাপ্পা, অভিমন্যু মিঠুন এবং বিনয় কুমারকে। সেই সাথে আরও ১০০ ক্রিকেটারের নাম তালিকাভুক্ত করা হয়েছে নজরদারিতে রাখার জন্য। আরও কেউ এই ফিক্সিংয়ের সাথে জড়িত কিনা সেটিও খতিয়ে দেখছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ।
আরও পড়ুনঃ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ভারতীয় জুয়ারি গ্রেফতার,
ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ভারতীয় ক্রিকেটার গ্রেফতার