Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২০ কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত


৪ ডিসেম্বর ২০১৯ ১২:১৪ | আপডেট: ৪ ডিসেম্বর ২০১৯ ১৩:১১

বছর বছর কোপা আমেরিকা? আসলে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল কোপা আমেরিকা আয়োজনের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছে। ২০১৯ সালে ঘরের মাঠে কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নিয়েছে ব্রাজিল। আর তারপরের বছর অর্থাৎ ২০২০ সালেই আর্জেন্টিনা এবং কলম্বিয়া দুই দেশ মিলিয়ে বসবে এই টুর্নামেন্টের ৪৭তম আসর। এরপর থেকে প্রতি চার বছর পর পর আয়োজিত হবে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ সম্মানের ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা।

বিজ্ঞাপন

কোপা আমেরিকার এই আসরের খেলবে সব মিলিয়ে মোট ১২টি দেশ। যার মধ্যে দক্ষিণ আমেরিকার ১০টি দল এবং অস্ট্রেলিয়া মহাদেশের অস্ট্রেলিয়া এবং এশিয়ান চ্যাম্পিয়ন কাতার। ১২টি দেশকে দু’টি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। গ্রুপ ‘এ’তে আছে স্বাগতিক আর্জেন্টিনা, আমন্ত্রিত অস্ট্রেলিয়া, বলিভিয়া, উরুগুয়ে, চিলি এবং প্যারাগুয়ে। গ্রুপ ‘এ’র সবক’টি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনায়।

অন্যদিকে গ্রুপ ‘বি’তে অবস্থান করছে আর এক স্বাগতিক দেশ কলম্বিয়া, বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল, আমন্ত্রিত দেশ কাতার, ভেনেজুয়েলা, ইকুয়েডর এবং পেরু। গ্রুপ ‘বি’র সবক’টি ম্যাচ আয়োজিত হবে কলম্বিয়ায়।

আগামী বছরের ১২ জুন থেকে শুরু হয়ে ১২ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ১২ জুন আর্জেন্টিনা এবং চিলির মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে কোপা আমেরিকার ৪৭তম আসর। আর ১২ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই আসরটি।

গ্রুপ ‘এ’র ম্যাচের সময়সূচি:

আর্জেন্টিনায় অনুষ্ঠিত সময়সুচি:

১২ জুন ২০২০ আর্জেন্টিনা বনাম চিলি

১৩ জুন ২০২০ প্যারাগুয়ে ননাম বলিভিয়া এবং অস্ট্রেলিয়া বনাম উরুগুয়ে

১৬ জুন ২০২০ আর্জেন্টিনা বনাম উরুগুয়ে এবং চিলি বনাম বলিভিয়া

১৭ জুন ২০২০ প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া

২০ জুন ২০২০ আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে

২১ জুন ২০২০ উরুগুয়ে বনাম চিলি

২২ জুন ২০২০ অস্ট্রেলিয়া বনাম বলিভিয়া

২৫ জুন চিলি বনাম প্যারাগুয়ে

২৬ জুন ২০২০ অস্ট্রেলিয়া বনাম আর্জেন্টিনা এবং বলিভিয়া বনাম উরুগুয়ে

৩০ জুন ২০২০ চিলি বনাম অস্ট্রেলিয়া, উরুগুয়ে বনাম প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়া বনাম চিলি

গ্রুপ ‘বি’র ম্যাচের সময়সুচি:

বিজ্ঞাপন

কলম্বিয়ায় অনুষ্ঠিত ম্যাচের সময়সুচি:

১৩ জুন ২০২০ কলম্বিয়া বনাম ইকুয়েডর

১৪ জুন ২০২০ ব্রাজিল বনাম ভেনেজুয়েলা এবং পেরু বনাম কাতার

১৭ জুন ২০২০ কলম্বিয়া বনাম ভেনেজুয়েলা

১৮ জুন ২০২০ পেরু বনাম ব্রাজিল এবং ইকুয়েডোর বনাম কাতার

২১ জুন ২০২০ কলম্বিয়া বনাম পেরু এবং ভেনেজুয়েলা বনাম ইকুয়েডোর

২৩ জুন ২০২০ ব্রাজিল বনাম কাতার

২৭ জুন ২০২০ ব্রাজিল বনাম কলম্বিয়া এবং ইকুয়েডর এবং পেরি

২৮ জুন ২০২০ কাতার বনাম ভেনেজুয়েলা

১ জুলাই ২০২০ কাতার বনাম কলম্বিয়া, ইকুয়েডর বনাম ব্রাজিল এবং ভেনেজুয়েলা বনাম পেরু।

কোয়ার্টার ফাইনাল:

৪ জুলাই ২০২০

গ্রুপ বি চ্যাম্পিয়ন বনাম ৪র্থ গ্রুপ এ

গ্রুপ বি রানার আপ বনাম ৩য় গ্রুপ এ

৫ জুলাই ২০২০

গ্রুপ এ রানার আপ বনাম গ্রুপ বি ৩য়

গ্রুপ এ চ্যাম্পিয়ন বনাম ৪র্থ গ্রুপ বি

সেমি ফাইনাল:

৮ জুলাই ২০২০

কোয়ার্টার ১ জয়ী বনাম কোয়ার্টার ২ জয়ী

কোয়ার্টার ৩ জয়ী বনাম কোয়ার্টার ৪ জয়ী

তৃতীয় স্থান নির্ধারণি:

১১ জুলাই ২০২০

কোয়ার্টার ১ হারা দল বনাম কোয়ার্টার ২ হারা দল

ফাইনাল:

১২ জুলাই ২০২০

সেমি ফাইনাল ১ জয়ী বনাম সেমি ফাইনাল ২ জয়ী

আর্জেন্টিনা-কলম্বিয়া কোপা আমেরিকা ২০২০ চ্যাম্পিয়ন ব্রাজিল ড্র দক্ষিণ আমেরিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর