শ্রীলঙ্কাকে উড়িয়ে শুভ সূচনা বাংলাদেশের
৩ ডিসেম্বর ২০১৯ ১৪:২৬ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৯ ১৬:২২
এসএ গেমসে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালের পোখারায় টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সালমা খাতুন। টসে হেরে ব্যাট করতে নেমে বেশ ভালোভাবেই শুরু করে শ্রীলঙ্কা নারী দল। দলীয় ৩৪ রানে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন নাহিদা আক্তার। ওপেনার জানাদি আনালিকে ফেরান ব্যক্তিগত ৫ রানে।
উইকেট আগলে ধরে বসে ঝরো ইনিংস খেলতে থাকা আরেক ওপেনার উমেষা থিমাশিনি ৪৯ বলে ৫৬ রাবন করে ফেরেন রান আউটের শিকার হয়ে। ১১১ রানে তৃতীয় উইকেট পতনের পর নাহিদা আক্তারের বোলিং তোপে ক্রিজে দাঁড়াতে পারেননি কেউই।
নিয়মিত উইকেট পতনে নির্ধারিত ২০ ওভারে লঙ্কানদের ইনিংস থামে ৬ উইকেটের বিনিময়ে ১২২ রানে। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার নেন ৪ উইকেট। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন উমেষা থিমাশিনি।
১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় লাল সবুজের প্রতিনিধিরা। দলীয় ১৩ রানে ওপেনার মুরশেদা খাতুনকে হারায় বাংলাদেশ। থিমাশিনির শিকার হয়ে ব্যক্তিগত ৮ রানে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান।
এরপর দলীয় ৬৬ রানে আয়শা রহমান ফিরে যান থারিকা শেওয়ান্দির শিকার হয়ে। ৮৭ রানে নিগার সুলতানাকে হারালে কিছুটা বিপাকে পড়ে লাল সবুজ জার্সিধারীরা। তবে বিপদ কাটিয়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান সানজিদা ইসলাম এবং ফারজানা হক। ৯ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় এনে দেন দলকে।
সানজিদা অপরাজিত থাকেন ৫১ রানে এবং ফারজানা অপরাজিত থাকেন ২৩ রানে।