হুমায়রার হাত ধরে ৪র্থ স্বর্ণ বাংলাদেশের
৩ ডিসেম্বর ২০১৯ ১৩:১১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ১৪:৪২
এসএ গেমসের দ্বিতীয় দিনে নিজেদের চতুর্থ স্বর্ণ পেলো বাংলাদেশ। কারাতে নারী এককে কুমি অনূর্ধ্ব ৬১ কেজি শ্রেণিতে বাংলাদেশের হয়ে ৪র্থ স্বর্ণপদক জিতে নিলেন হুমায়রা আক্তার অন্তরা।
ফাইনালে স্বাগতিক নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে কারাতে থেকে তৃতীয় স্বর্ণ বাগিয়ে নেন বাংলাদেশের এই প্রতিযোগী।
এর আগে সেমিফাইনালে ৪-০ পয়েন্টে পাকিস্তানের গুল নাজকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন অন্তরা। গতকাল (২ ডিসেম্বর) বাংলাদেশকে এসএ গেমসের এবারের আসরে প্রথম পদক এনে দিয়েছিলেনও তিনি।
দিনের শুরুতে কারাতে কুমি ইভেন্টের ৬০ কেজি শ্রেণিতে বাংলাদেশকে দ্বিতীয় স্বর্ণ এনে দিয়েছেন সেনাবাহিনীর কারাতে প্রতিযোগী আল আমিন। সেই সাথে একটি রৌপ্যও এসেছিল কারাতেতে।
গতকাল (২ ডিসেম্বর) আসরের প্রথম দিনে বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন তায়কোয়ান্দোর দিপু চাকমা। ১ম দিন ১ টি স্বর্ণ, ২ টি রৌপ্য এবং ১৩ ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ।