কারাতে ইভেন্টে বাংলাদেশ পেলো আসরের তৃতীয় স্বর্ণ
৩ ডিসেম্বর ২০১৯ ১২:২৪ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৫
এসএ গেমস কারাতের নারী এককে বাংলাদেশকে তৃতীয় স্বর্ণ এনে দিলেন মারজানা। আসরের দ্বিতীয় দিনে ৫৫ কেজি কুমিতে পাকিস্তানের প্রতিযোগীকে ৪-৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণ ছিনিয়ে নিলেন তিনি।
এর আগে সেমিফাইনালে নেপালের মানিশ চৌধুরিকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিলেন মারজানা আক্তার পিয়া।
দিনের শুরুতে কারাতে কুমি ইভেন্টের ৬০ কেজি শ্রেণিতে বাংলাদেশকে দ্বিতীয় স্বর্ণ এনে দিয়েছেন সেনাবাহিনীর কারাতে প্রতিযোগী আল আমিন। সেই সাথে একটি রৌপ্যও এসেছিল কারাতেতে।
গতকাল (২ ডিসেম্বর) আসরের প্রথম দিনে বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন তায়কোয়ান্দোর দিপু চাকমা। ১ম দিন ১ টি স্বর্ণ, ২ টি রৌপ্য এবং ১৩ ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ।