এসএ গেমসে বাংলাদেশকে দ্বিতীয় স্বর্ণ এনে দিলেন আল আমিন
৩ ডিসেম্বর ২০১৯ ১১:২৫ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ১৪:৪২
এসএ গেমসের দ্বিতীয় দিনে বাংলাদেশ পেলো দ্বিতীয় স্বর্ণ। কারাতের ইভেন্টে বাংলাদেশকে এই স্বর্ণ এনে দেন প্রতিযোগী আল আমিন।
কারাতের কুমি ইভেন্টের অনূর্ধ্ব ৬০ কেজি শ্রেণিতে আজ (৩ ডিসেম্বর) স্বর্ণ বাগিয়ে নিলেন তিনি। ইভেন্টে পাকিস্তানের প্রতিযোগীকে হারিয়ে দ্বিতীয়বারের মত কাঠমান্ডুতে বাংলাদেশের জাতীয় সংগীত বাজানোর সুযোগ করে দিলেন বাংলাদেশের সেনাবাহিনীর এই কারাতে প্রতিযোগী।
সেই সাথে বাংলাদেশ আজ জিতেছে একটি রৌপ্য পদকও। কারাতের ৬৭ কেজি ওজনের শ্রেণিতে রৌপ্য জিতেছেন সেনাবাহিনীর ফেরদৌস।
এর আগে গতকাল প্রথম দিনে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন হোমায়রা আক্তার। আর প্রথম স্বর্ণ পদকের স্বাদ দেন তায়কোয়ান্দোতে দিপু চাকমা।