Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাতলেটিকোকে হারালেন একা মেসিই; বার্সা ফিরল শীর্ষে


২ ডিসেম্বর ২০১৯ ১৩:২৩ | আপডেট: ২ ডিসেম্বর ২০১৯ ১৩:২৫

অ্যাতলেটিকোর পুরাতন সেনা আন্তোনিও গ্রিজম্যান ফিরেছিলেন ওয়ান্ডা মেট্রোপলিটানোতে। তবে এবার আর লাল-সাদাদের জার্সি গায়ে চড়িয়ে নয়; ফিরেছিলেন বার্সার জার্সিতে। প্রতিপক্ষ হয়ে ফিরেছিলেন ক্যারিয়ারের বড় একটা সময় কাটানো অ্যাতলেটিকোর ঘরের মাঠে। আর ঠিকই প্রাক্তণকে হারিয়ে বর্তমানের জয় নিয়েই বার্সেলোনায় ফিরলেন গ্রিজম্যান। লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ স্তাদিও ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ১-০ গোলের জয় নিয়ে টেবিলের শীর্ষে ফিরেছে বার্সেলোনা।

বিজ্ঞাপন

মাদ্রিদে ম্যাচের প্রথমার্ধে লড়াইটা চলছিল দুই গোলরক্ষক টার স্টেগান আর জান ওবালাকের মধ্যেই। দুই দলেরই একের পর এক দুর্দান্ত আক্রমণ ধূলিসাৎ করে দিচ্ছিলেন এই দুই গোলরক্ষকই। তবে শেষ পর্যন্ত দুই গোলরক্ষকের কাছ থেকে আলো কেড়ে নিলেন লিওনেল মেসি। ম্যাচের ৮৬ মিনিটে অ্যাতলেটিকোর অর্ধ থেকে দৌড় শুরু করে থামলেন বক্সের সামনে, বল পাস করলেন লুইস সুয়ারেজকে। আর সুয়ারেজের কাছ থেকে ফেরত পাওয়া বলেওটি বক্সের বাইরে থেকে নিচু করে নেওয়া শটে জড়ালেন জালে। আর এই গোলেই নিশ্চিত বার্সার জয়।

বিজ্ঞাপন

অ্যাতলেটিকোর বিপক্ষে ম্যাচটি ড্র হলে বার্সেলোনাকে লা লিগার পয়েন্ট টেবিলে নেমে যেতে হতো তিন নম্বরে। তবে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাদ্রিদ ছেড়ে ঠিকই ধরে রাখল শীর্ষস্থান। যদিও সমান ১৪ ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের সমান ৩১ পয়েন্ট বার্সেলোনার। তবে গোলব্যবধানে এগিয়ে থাকার কারণে লস ব্ল্যাঙ্কোসদের টপকে শীর্ষে অবস্থান বার্সার। আর অ্যাতলেটিকো কেবল দুষতে পারেন রেফারির পক্ষপাতিত্বকে কিংবা দুর্ভাগ্যকে। ম্যাচের বেশ কিছু সিদ্ধান্ত গিয়েছে অ্যাতলেটিকোর বিপক্ষে; আর সেগুলো যদি তাদের পক্ষে যেত তবে বার্সা ম্যাচ থেকে বেশ আগেই ছিটকে যেত।

আন্তোনিও গ্রিজম্যান পয়েন্ট টেবিল বার্সেলোনা বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ লা লিগা লিওনেল মেসি

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর