Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের সময় পরিবর্তন


১ ডিসেম্বর ২০১৯ ২০:২২ | আপডেট: ১ ডিসেম্বর ২০১৯ ২০:২৫

বঙ্গবন্ধু বিপিএলের সময় সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। আগের সূচি অনুযায়ী, শনিবারসহ সপ্তাহের অন্যান্য দিনের প্রথম ম্যাচের শুরুর সময় ছিল দুপুর সাড়ে ১২টা, পরের ম্যাচ বিকেল ৫টা ২০ মিনিটে। নতুন সূচিতে শনিবারসহ অন্যান্য দিনে প্রথম ম্যাচ শুরুর নতুন সময় দুপুর দেড়টা। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

তবে অপরিবর্তিত আছে শুক্রবারের দুটি ম্যাচ। এদিন আগের মতোই দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়, পরের ম্যাচ সন্ধ্যা ৭টায়।

বিজ্ঞাপন

৮ ডিসেম্বর জমকালো উদ্বোধনের পর ১১ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এবারের আসরের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে চিটাগং চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট থান্ডার। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স।

ঢাকার প্রথম পর্বের খেলায় থাকছে আটটি ম্যাচ। যা ১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ঢাকার প্রথম পর্ব শেষে ১৭ ডিসেম্বর শুরু হবে চট্টগ্রাম পর্বের লড়াই, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এই আট দিনে বন্দর নগরীতে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ।

চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল আবারও ফিরবে ঢাকায়। যার শুরুটা হবে ২৭ ডিসেম্বর থেকে। আর চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম পর্বের অনুরূপ দ্বিতীয় পর্বেও মিরপুর শের-ই-বাংলায় গড়াবে ৮টি ম্যাচ।

ঢাকার দ্বিতীয় পর্ব শেষে বিপিএল চলে যাবে সিলেটে। ২-৪ জানুয়ারি সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে মোট ৬টি ম্যাচ। এরপর আবার বিপিএল ফিরবে ঢাকায়। ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আসর।

বিজ্ঞাপন

টপ নিউজ নতুন সময় সূচি পরিবর্তিত সময় সূচি বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ বিপিএল সময় সূচি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর