লারার রেকর্ড আমি নই; ভাঙবেন রোহিত: ওয়ার্নার
১ ডিসেম্বর ২০১৯ ২০:১৩ | আপডেট: ১ ডিসেম্বর ২০১৯ ২০:১৪
প্রায় ১৫ বছর আগে ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৪০০ রানের ঐতিহাসিক ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। এরপর এই রেকর্ডের সব থেকে কাছে পৌঁছাতে পেরেছিলেন লঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনা। লঙ্কান এই গ্রেট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ৩৭৪ রান। তবে এরপর কেটে গেছে বেশ কিছু সময়। লারার রেকর্ডের পর ১৫ বছরে টেস্ট ক্রিকেট দেখেছে আরও ১১টি ট্রিপল সেঞ্চুরি। তবে লারার রেকর্ডের সব থেকে কাছে গিয়েছিলেন কেবল জয়াবর্ধনেই।
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ৩৩৫ রানের ইনিংস খেলে আবারও বার্তা দিলেন লারার রেকর্ডের কথা ভুলে যাননি কেউই। লক্ষ্যটা রয়েছে লারাকে পেছনে ফেলে নিজের নামটা সেখানে বসানোর। ডেভিড ওয়ার্নার পাকিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং শেষ পর্যন্ত অপরাজিত রয়ে গেছেন ৩৩৫ রানে। এই রেকর্ড গড়তে পেছনে ফেলেছেন স্যার ডন ব্র্যাডম্যানের মতো ইতিহাস সেরা ব্যাটসম্যানকেও। ৮৯ বছর আগে ইংলিশদের বিপক্ষে ব্র্যাডম্যান খেলেছিলেন ৩৩৪ রানের অনবদ্য ইনিংস। এরপর অবশ্য পাকিস্তানের বিপক্ষে ১৯৯৮ সালে মার্ক টেইলর ৩৩৪ রান করে ছিলেন অপরাজিত আর ২০০৩ সালে ৩৮০ রান করে কিছু সময়ের জন্য ম্যাথিউ হেইডেন বনে গিয়েছিলেন টেস্টের ইতিহাসের সর্বোচ্চ স্কোরার।
তবে কারোরই লারার রেকর্ড ভাঙার লক্ষণের দেখা মেলেনি। তবে পাকিস্তানের বিপক্ষে বেশ খেলছিলেন ওয়ার্নার। হাতে ছিল সময় এবং ছিল উইকেটও কিন্তু অধিনায়কের ইনিংস ঘোষণায় তার ইনিংস থামে ৩৩৫ রানে অপরাজিত থেকেই। আর এরপরেই সমালোচনায় একটু সময় পেলে কি লারার রেকর্ডে ভাগ বসাতে পারতেননা ওয়ার্নার?
এমন প্রশ্নে ওয়ার্নার বললেন টেস্টে লারার করা অপরাজিত ৪০০ রানের রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন, তা হলে তিনি রোহিত শর্মা। এভাবেই উত্তরটা দিয়েছেন ডেভিড ওয়ার্নার। অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৩৩৫ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। সবাই যখন ধরেই নিয়েছিলেন আর ৬৫ রান করলেই লারার রেকর্ড ছুঁয়ে ফেলবেন, ঠিক তখনই ফুরিয়ে এল সময়।
দিন শেষে সংবাদ সম্মেলনে ওয়ার্নার জানালেন, ‘লারার রেকর্ড ভাঙার কথা আমার মাথাতেই ছিল না। চারশো রানের ইনিংস খেলা সহজ নয়। অনেক শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হয় একজন ব্যাটসম্যানকে। ওয়ার্নার আরও বলেন, ‘আমাদের মাঠগুলো অনেক বড়। ফলে বাউন্ডারি মারা সব সময়ে সম্ভব হয় না। শরীর ক্লান্ত হয়ে গেলে চালিয়ে খেলা কঠিন হয়ে পড়ে। শেষের দিকে আমি দু’রান নিচ্ছিলাম। বাউন্ডারি মারতে পারব, এটা আমার মনেও হচ্ছিল না।‘
‘কেউ যদি লারার ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারে তবে আমার মনে হয় সেটা করবে রোহিত শর্মাই।’ এভাবেই জানিয়েছেন ওয়ার্নার নিজের মতামত।