Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনজুরি থেকে ফিরে ফের ইনজুরির কবলে হাসান আলি


১ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৮

ইনজুরি এবং হাসান আলি। যেন মুদ্রার এপিঠ এবং ওপিঠ। প্রায় ৭ সপ্তাহ পর গত শুক্রবার সবে ফিরেছিলেন ইনজুরি থেকে। কিন্তু নাছোড়বান্দা এই ইনজুরি আবার কাল হয়ে দাঁড়ালো এই পাকিস্তানি পেসারের জন্য। পাঁজরের চিড় তাকে ছিটকে দিলো শ্রীলঙ্কা সিরিজ থেকে।

শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে অনুশীলনের সময় চোট পান এই পেসার। পরে সিটি স্ক্যান করে নিশ্চিত হওয়া গেছে তার পাঁজরে বেশ কিছু চিড় রয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র জানান, ‘সিটি স্ক্যান রিপোর্টে হাসানের ডান পাশের নবম হাড় এবং বাম পাশের আষ্টম এবং নবম হাড়ে ফাটল দেখা গেছে। তার এই চিড় সাড়তে অন্তত ছয় সপ্তাহ সময় লাগতে পারে। সোমবার (২ ডিসেম্বর) থেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীতে তার রিহ্যাব শুরু হবে।’

অস্বাভাবিক এবং অদ্ভুত সব ইনজুরিতে পড়েন ২৫ বছর বয়সি এই পাক পেসার। এর আগে উইকেট নেবার পর উদযাপন করতে গিয়ে ইনজুরির শিকার হয়েছিলেন এই পেসার। ছিটকে গিয়েছিলেন দুই মাসের জন্য।

এ যাবত খেলা ৯ টেস্টে মাত্র ২৮.৯০ গড়ে ৩১ উইকেট শিকার করেছেন হাসান আলি। এ ছাড়া ৫৩ ওয়ানডে ৮২ ও ৩০ টি-টোয়েন্টিতে ৩৫ উইকেট রয়েছে তার ঝুলিতে।

ইনজুরি আক্রান্ত পাকিস্তান-শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর