জানুয়ারিতে গেইলকে পাচ্ছে চট্টগ্রাম
১ ডিসেম্বর ২০১৯ ১৫:১১ | আপডেট: ১ ডিসেম্বর ২০১৯ ১৫:২৯
ক্রিকইনফোকে দেওয়া তার সাক্ষাতৎকারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। ক্রিকেটের জনপ্রিয় এই ওয়েবসাইটকে ক্যারিবীয় টর্নেডো গেইল বিস্ময় প্রকাশ বলেছিলেন, ‘আমি বিগব্যাশে যাচ্ছি না। আমি জানি না কি করে বিপিএল ড্রাফটে আমার নাম এল! এটা কি করে হল!’ এটা পুরোনো খবর।
নতুন খবর হল, বঙ্গবন্ধু বিপিএলের শুরু থেকে না পাওয়া গেলেও জানুয়ারির ৪ তারিখ থেকে তাকে দলে পাচ্ছে চট্টলার এই দলটি। বিষয়টি গেইলের এজেন্ট চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নিশ্চিত করেছে।
আরও পড়ুন: বিপিএল মাতাতে আসছেন সালমান-ক্যাটরিনা
চট্টগ্রামের দলীয় সুত্র জানিয়েছে, ‘যদি ওই মুহুর্তে তাকে আমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তিনি আসবেন। কিন্তু তার আগে আমাদের পয়েন্ট টেবিল বিবেচনায় আনতে হবে।‘
বিপিএলের গেল মৌসুমে মাশরাফি বিন মুর্ত্তজার নেতৃত্বে রংপুর রাইডার্সে খেলেছিলেন ক্রিস গেইল।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গববন্ধুর জন্মশতবার্ষিকী্ উপলক্ষ্যে আয়োজিত হচ্ছে এবারের বিশেষ বিপিএল। সবকিছু ঠিক থাকলে ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর।। আসরের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে চিটাগং চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট থানডার। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স।
আর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি হবে ৮ ডিসেম্বর। যেখানে মঞ্চ মাতাবেন বলিউড সুপারস্টার সালমান, ক্যাটরিনা কাইফ ও মমতাজসহ বিশ্বের নামকরা সব সংগীত শিল্পীরা।
ক্রিস গেইল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বনাম সিলেট থান্ডার্স বঙ্গবন্ধু বিপিএল