Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভলিবলের সেমিতে মুখোমুখি বাংলাদেশ এবং পাকিস্তান


৩০ নভেম্বর ২০১৯ ১৯:৪৩

এসএ গেমসের ভলিবলে বাংলাদেশের সেমি নিশ্চিত হয়েছিল গিয়েছিল নেপাল হারার পরই। শুধু অপেক্ষা ছিলো প্রতিপক্ষের। তবে সেই প্রতীক্ষারও পরিসমাপ্তি ঘটলো। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে খেলবে পাকিস্তান।

শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আগামীকাল বাংলাদেশ সময় সোয়া পাঁচটায় ফাইনালের লক্ষ্যে খেলতে নামবে দুইদল।

এর আগে গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে ৩-২ সেটে জিতলেও ভারতের কাছে ৩-০ সেটে হেরে যায় লাল সবুজের প্রতিনিধিরা। আর নেপাল ভারতের কাছে ৩-০ সেটে হারায় গ্রুপ রানার্স আপ হয়ে সেমিতে উঠে বাংলাদেশ।

অপরদিকে পাকিস্তান ৩-০ সেটে মালদ্বীপকে এবং ৩-১ সেটে হারায় শ্রীলঙ্কাকে। আর শ্রীলঙ্কা ৩-০ সেটে জিতে মালদ্বীপের বিপক্ষে।

এসএ গেমস ভলিবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর