Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরো ২০২০ এর চূড়ান্ত পর্বের ড্র অনুষ্ঠিত


৩০ নভেম্বর ২০১৯ ১৮:৩৮

ঘোষণা করা হল ইউরো ২০২০ এর চূড়ান্ত পর্বের দলগুলোর নাম। শনিবার (৩০ নভেম্বর) বুখারেস্টে এই ড্র অনুষ্ঠিত হয়। প্রথমবারের মত এবার ২৪ টি দেশ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। খেলা গুলো হবে ইউরোপের ভিন্ন ভিন্ন ১২ টি শহরে। চূড়ান্ত গ্রুপিং ঘোষণা করা হলেও প্লে অফের কিছু ম্যাচ বাকি থাকায় ঘোষণা করা যায়নি সবগুলো দলের নাম।

বাছাইপর্বে পারফরম্যান্স অনুযায়ী টুর্নামেন্টের সাইডিংস:

পট ১: বেলজিয়াম, ইতালি, ইংল্যান্ড, জার্মানী, স্পেন, ইউক্রেন

পট ২: ফ্রান্স, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ড, রাশিয়া

পট ৩: পর্তুগাল, তুরষ্ক, ডেনমার্ক, অস্ট্রিয়া, সুইডেন, চেক প্রজাতন্ত্র

পট ৪: ওয়েলস, ফিনল্যান্ড, প্লে-অফের চার বিজয়ী দল।

আগামী মার্চে প্লে-অফের ম্যাচগুলো চারটি ভিন্ন ভিন্ন পাথে অনুষ্ঠিত হবে। প্রতিটি পাথের বিজয়ী দলগুলো চূড়ান্ত পর্বে জায়গা করে নিবে।

পাথ এ: বুলগেরিয়া, হাঙ্গেরি, আইসল্যান্ড, রোমানিয়া

পাথ বি: বসনিয়া, নর্দান আয়ারল্যান্ড, স্লোভাকিয়া, আয়ারল্যান্ড

পাথ সি: নরওয়ে, সার্বিয়া, স্কটল্যান্ড, ইসরাইল

পাথ ডি: জর্জিয়া, বেলারুস, উত্তর মেসিডোনিয়া, কসোভো।

এ পর্যন্ত চূড়ান্ত হওয়া দলগুলোর গ্রুপ লাইন-আপ:

গ্রুপ-এ: ইতালি (রোমে হোম ম্যাচগুলো খেলবে), পট ২ দল, পট ৩ দল, ওয়েলস অথবা ফিনল্যান্ড

গ্রুপ-বি: বেলজিয়াম, রাশিয়া (সেইন্ট পিটার্সবার্গ), ডেনমার্ক (কোপেনহেগেন), ফিনল্যান্ড অথবা ওয়েলস

গ্রুপ-সি: ইউক্রেন, নেদারল্যান্ড (আমাস্টারডাম), পট ৩ দল, প্লে-অফের বিজয়ী দল অথবা রোমানিয়া যদি বুখারেস্টে হোম ম্যাচে জয়ী হতে পারে তবে তারাই এই গ্রুপে জায়গা করে নিবে।

গ্রুপ-ডি: ইংল্যান্ড (লন্ডন), পট ২ দল, পট ৩ দল, প্লে-অফে পাথ সি’র বিজয়ী দল

বিজ্ঞাপন

গ্রুপ-ই: স্পেন (বিলবাও), পট২ দল, পট ৩ দল, প্লে-অফে পাথ বি’র বিজয়ী দল

গ্রুপ-এফ: জার্মানী (মিউনিখ), পট ২ দল, পট ৩ দল, প্লে-অফে পাথ এ’র অথবা পাথ ডি’র বিজয়ী দল। যদি রোমানিয়া পাথ এ’তে বিজয়ী হয়।

ইউরো ২০২০ চূড়ান্ত পর্ব ড্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর