Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমেরিকে ছাঁটাই করছে আর্সেনাল


২৯ নভেম্বর ২০১৯ ১৮:৩২

শেষ রক্ষা হল না উনাই এমেরির। শেষতক আর্সেনাল ছাড়তে হচ্ছে ৪৩ বছর বয়সি এই কোচের। ক্লাবের অফ ফর্মের কারণে তাকে অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ক্লাব কতৃপক্ষ।

গতকাল (২৮ নভেম্বর) ঘরের মাঠে ফ্রাঙ্কফুটের বিপক্ষে ম্যাচে অর্ধেক খালি গ্যালারির বেশিরভাগ দর্শক বহন করছিলেন ‘এমেরি বিদেয় হও’ লেখা সম্বলিত ব্যানার। সেই ম্যাচে গানাররা ২-১ গোলে পরাজিত হয়।

এই ঘটনার ২৪ ঘণ্টা পেরুতে না পেরুতেই দর্শকদের দাবিই যেন মেনে নিলো ক্লাব কতৃপক্ষ। এমেরির সাথে ১৮ মাসের সম্পর্ক ছিন্ন করলো ক্লাবটি। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে আর্সেনাল, ‘আমাদের প্রধান কোচ উনাই এমেরি ও তার কোচিং টিমের সঙ্গে আর কাজ না করার ঘোষণা দিচ্ছি আমরা। ফল ও পারফরম্যান্স সন্তোষজনক পর্যায়ে না থাকায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

বিদায়ী কোচের উদ্দেশ্যে আর্সেনাল বোর্ড সদস্য জশ ক্রোয়েনকে এক বিবৃতিতে জানান, ‘এমেরি এবং তার সহকর্মীদের আমি ধন্যবাদ দিতে চাই। ক্লাবকে তিনি আমাদের চাহিদা মত পর্যায়ে নিয়ে যেতে যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু তিনি এই ব্যাপারে ব্যর্থ হওয়ায় ক্লাবের উন্নতির স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তিনি এবং তার দল আমাদের চাহিদা পূরণ করতে পারেননি।’

চলতি মৌসুমের শুরুটা ভালো হলেও ক্রমেই বিপথে চলে গিয়েছিল গানাররা। টানা ৭ ম্যাচে জয়ের দেখা নেই ক্লাবটির। এমনকি ১৩ ম্যাচের পরও লিগ টেবিলের ৮ নম্বরে রয়েছে দলটি। দলের এমন বিপর্যস্ত অবস্থা থেকে পরিত্রাণের জন্য এমেরিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ক্লাবটির কতৃপক্ষ।

আপাতত সহকারী কোচ ফ্রেডি লুঙ্গবার্গ অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকবেন।

বিজ্ঞাপন

আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগ উনাই এমেরি কোচ বরখাস্ত প্রিমিয়ার লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর