Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমি খারাপ খেললে নিজেকে শাস্তি দেই’


২৭ নভেম্বর ২০১৯ ১৪:৩৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ ১৪:৫৯

নিজের সফলতার গোপন তথ্য প্রকাশ করেলেন অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। কোনো ম্যাচে খারাপ খেললে তার মাশুল হিসেবে নিজেকেই শাস্তি দেন সাবেক এই অজি অধিনায়ক। যাতে পরের ম্যাচে শাস্তির কথা মনে করে ভালো খেলতে পারেন।

পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেনে প্রথম টেস্টে ৪ রান করে ইয়াসির শাহের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন স্মিথ। তারই প্রায়শ্চিত্ত স্বরূপ টিম বাসে না এসে স্টেডিয়াম থেকে হেঁটে হোটেলে আসেন টেস্টের ১ নম্বর এই ব্যাটসম্যান।

বিজ্ঞাপন

এই ব্যাপারে সংবাদ মাধ্যমকে তিনি জানান, ‘আমি যখনই খারাপ খেলি তখনই আমি নিজেকে কোনো না কোনো ভাবে শাস্তি দেই। যেমন আমি হয়ত অনেক দূর পর্যন্ত হাঁটব বা জিমে অনেক বেশি সময় দিব।’

তিনি আরও বলেন, ‘আমি দেখেছি, নিজেকে এরকম শাস্তি দেবার পরের ম্যাচে আমি বেশ ভালোই খেলি। এটাকে ঠিক শাস্তি বলা যাবে না, এটা খারাপ খেলার ফলস্বরূপ এক প্রকার প্রায়শ্চিত্ত মাত্র।’

উল্লেখ্য আগামী ২৯ নভেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টটি হবে দিবারাত্রির। প্রথম টেস্টে ইনিংস এবং ৫ রানে জিতে স্বাগতিকরা ইতোমধ্যেই ১-০ তে এগিয়ে রয়েছে।

অস্ট্রেলিয়া গোলাপি বলের টেস্ট দিবা-রাত্রির টেস্ট দ্বিতীয় টেস্ট পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর