নির্যাতনের দায়ে সাময়িক বরখাস্ত বাস্কেটবল কোচ
২৬ নভেম্বর ২০১৯ ১৫:০০ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১৫:০১
নারী খেলোয়াড়কে শারীরিক নির্যাতনের অভিযোগে বাস্কেটবল দলের কোচ সবুজ মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। গতকাল বিওএ-এর এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সবুজ মিয়ার বিরুদ্ধে তার নারী খেলোয়াড়দের মারধরের অভিযোগ উঠে। বাস্কেটবল খেলোয়াড় কাসফিয়া চৌধুরির বাবা কায়সার চৌধুরি কোচের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।
নির্যাতনের অভিযোগে ক্যাম্প ছাড়লেন বাস্কেটবল খেলোয়াড়
তার এই অভিযোগের ভিত্তিতে সকল তথ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করে বিওএ কোচকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তে উপনিত হয়েছেন।
বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ফখরুদ্দিন হায়দার সংবাদমাধ্যমকে জানান, বাস্কেটবল ফেডারেশনকে তিন দিনের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সেই সাথে প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অভিযুক্ত সবুজ মিয়াকে কোচিং দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, কলকাতায় সফরকালীন সময় কোচ সবুজ মিয়া তাসফিয়াকে থাপ্পর মেরেছিলেন বলে অভিযোগ উঠে। এর প্রেক্ষিতে তাসফিয়া দেশে ফিরে ক্যাম্প বর্জন করেছিলেন।
এসএ গেমস কোচ বরখাস্ত কোচের নির্যাতন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বাস্কেটবল