Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনজুরিতে ম্যানচেস্টার ডার্বি শেষ আগুয়েরোর


২৫ নভেম্বর ২০১৯ ২০:১৮

ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো ইনজুরিতে পড়েছেন। ইনজুরির কারণে বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ফরোয়ার্ডকে। আগামী ডিসেম্বরে ম্যানচেস্টারের দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে। আর ইনজুরির কারণেই এই ম্যাচ খেলা হচ্ছে না আগুয়েরোর।

ইনজুরির কারণে অন্ততপক্ষে চার ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে আগুয়েরোকে। যার মধ্যে রয়েছে আগামী ডিসেম্বরের ৭ তারিখে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষের ম্যাচটিও।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর সদ্যই মাঠে ফিরেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। আর আগামীকাল থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগও। শাখতার দনেস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের পূর্বে সংবাদ সম্মেলনে আগুয়েরোর ইনজুরির কথা জানান ম্যান সিটি বস পেপ গার্দিওলা।

তিনি বলেন, ‘টেন্ডন সমস্যা পড়ে দল থেকে ছিটকে গেছেন আগুয়েরো। তবে ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে এই আর্জেন্টাইন তার সঠিক তথ্য দেননি গার্দিওলা। তিনি জানিয়েছেন কয়েক সপ্তাহের জন্য আগুয়েরোকে পাচ্ছেন না তিনি। আগামী মাসের ম্যানচেস্টার ডার্বির আগে আগুয়েরো ফিরবেন কিনা সেই প্রশ্নের জবাবে গার্দিওলা বলেন, “না, আগুয়েরো ম্যানচেস্টার ডার্বির আগে দলে ফিরছে না।“

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করে সিটিজেনরা। এই ম্যাচটি ২-১ গোলে জিতেও নেয় গার্দিওলার শিষ্যরা। এই ম্যাচেরই ৭৬ মিনিটে মাঠ ছেড়েছিলেন আগুয়েরো। ইনজুরির কারণে মাঠ ছেড়ে যাওয়ার পরই পরিষ্কার হয়ে গিয়েছিল কয়েক সপ্তাহের জন্যই ফুটবল থেকে ছিটকে যাচ্ছেন আগুয়েরো।

বিজ্ঞাপন

ম্যানচস্টার ডার্বি ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড ম্যানচেস্টার সিটি সার্জিও আগুয়েরো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর