বিপিএল’র উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ সিলেট
২৫ নভেম্বর ২০১৯ ১৮:১২ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ ২২:২০
প্রকাশিত হলো বঙ্গবন্ধু বিপিএল’র চুড়ান্ত সূচি। সূচি অনুযায়ী দেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জাঁকজমকপূর্ণ এই আসরটি শুরু হবে ১১ ডিসেম্বর। আর শেষ হবে ১৭ জানুয়ারি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট থান্ডার্স। ঢাকার প্রথম পর্বের খেলায় থাকছে আটটি ম্যাচ। যা ১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
ঢাকার প্রথম পর্ব শেষে ১৭ ডিসেম্বর শুরু হবে চট্টগ্রাম পর্বের লড়াই, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এই আট দিনে বন্দর নগরীতে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ। চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল ফিরবে ঢাকায়। যার শুরুটা হবে ২৭ ডিসেম্বর থেকে চলবে শেষ হবে ৩১ ডিসেম্বর। প্রথম পর্বের অনুরুপ দ্বিতীয় পর্বেও মিরপুর শের-ই-বাংলায় গড়াবে ৮টি ম্যাচ।
ঢাকার দ্বিতীয় পর্ব শেষে বিপিএল চলে যাবে সিলেটে। ২-৪ জানুয়ারি সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে মোট ৬টি ম্যাচ। এরপর আবার বিপিএল ফিরবে ঢাকায়। ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে। শুক্রবার বাদে এবারের বিপিএলের দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। আর শেষ হবে বিকেল সাড়ে ৩টায়। দ্বিতীয় ম্যাচটি বিকেল ৫টা ২০ মিনিটে শুরু হয়ে শেষ হবে রাত ৮টা ৪০ মিনিটে।
শুক্রবার দিনের প্রথম ম্যাচটি গড়াবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত। আর দিবা- রাত্রির বা দিনের শেষ ম্যাচটি সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে শেষ হবে রাত ১০টা ২০ মিনিটে।
উদ্বোধনী ম্যাচ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বনাম সিলেট থান্ডার্স বঙ্গবন্ধু বিপিএল