Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্যাতনের অভিযোগে ক্যাম্প ছাড়লেন বাস্কেটবল খেলোয়াড়


২৫ নভেম্বর ২০১৯ ১৪:২৭

সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস) কড়া নাড়ছে দরজায়। কিন্তু ফাড়া যেন কাটছেই না বাংলাদেশের। একের পর এক অভিযোগ এনে খেলোয়াড়রা ছাড়ছেন ক্যাম্প। বেশিরভাগ অভিযোগই কোচের বিরুদ্ধে। তেমনই এক অভিযোগে ক্যাম্প ছেড়েছেন বাস্কেটবল খেলোয়াড় তাসফিয়া চৌধুরি।

কোচ সবুজ মিয়ার ওপর অভিযোগ আনা হয় তিনি কলকাতা সফরকালে তাসফিয়াকে থাপ্পর মেরেছিলেন। তাসফিয়ার বাবা কাওসার চৌধুরি তার ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও প্রকাশ করেছেন কোচের শারীরিক নির্যাতনের ব্যাপারে। কোচের ব্যাপারে তাসফিয়া আনুষ্ঠানিকভাবে ফেডারেশনকে কিছু না জানালেও তার পরিবার ফেডারেশনের কাছে বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞাপন

তবে ১৮ বছর বয়সি এই খেলোয়াড় জানান যে তিনি আর ক্যাম্পে ফিরছেন না। শুধু তাকেই নয়, কোচ অন্য মেয়েদেরও প্রায়ই মারধর করে থাকেন।

তাসফিয়ার বাবা ে ব্যাপারে জানান, তাদের মেয়ে কলকাতা থেকে ফিরে আর ক্যাম্পে না যাওয়ার সিধান্ত নেওয়ায় তারা তাকে বুঝিয়েছিলেন। কিন্তু যখন তারা সেই ভিডিওটি দেখেছিলেন, তখন তারা মর্মাহত হয়ে পড়েন। সাথে সাথে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে মেইল করে বিষয়টি জানান।

এমনকি কিছুদিন আগে বিকেএসপিতে অনুশীলনের সময় একদিন তাসফিয়া তার বাবাকে ফোন করে কোচের মারধরের কথাও জানিয়েছিলো বলে জানান তিনি।

তবে এই অভিযোগ সম্পুর্ণ অস্বীকার করেছেন কোচ সবুজ মিয়া। তিনি দাবি করেছেন তিনি খেলোয়াড়কে মারেননি। ভুল করায় শুধু তেড়ে গিয়েছিলেন ভয় দেখাতে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শেখ বশির আহমেদ মামুন এই ঘটনার প্রেক্ষিতে জানান, খেলোয়াড়দের গায়ে হাত তোলার এখতিয়ার কোচের নেই। উপযুক্ত তথ্যের ভিত্তিতে বিষয়টি প্রমাণিত হলে অবশ্যই এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য আগামী ১ ডিসেম্বর থেকে নেপালে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই টুর্নামেন্ট। যেখানে ২৭ টি ডিসিপ্লিনের ভেতর ২৫ টিতে অংশ নেবে বাংলাদেশ।

এসএ গেমস কোচের নির্যাতন বাংলাদেশ বাস্কেটবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর