মিডিয়াকে এড়াতেই টাইগারদের এমন ফেরা?
২৫ নভেম্বর ২০১৯ ১৩:২৬ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ ১৪:২৫
ভারত সফর শেষে বাংলাদেশ ক্রিকেটদল যেভাবে দেশে ফিরছে গত দশ বছরেও তাদের এমন ফেরা দেখা যায়নি! সিরিজ কিংবা টুর্নামেন্ট শেষে জরুরী প্রয়োজন থাকলে সর্বোচ্চ এক কি দুজন আলাদাভাবে দেশে ফিরতেন। বাদ বাকিরা ফিরতেন টিম ম্যানেজমেন্টর সঙ্গেই। কিন্তু এবারের চিত্রটি যেন পুরোপুরিই অন্যরকম। এক নয়, দুইও নয়! তিন ভাগে বিভক্ত হয়ে ভারত থেকে দেশে ফিরছে লাল সবুজের দল।
রোববার (২৪ নভেম্বর) ইডেন গার্ডেনসে ভারতের কাছে সোয়া দুই দিনে টেস্ট হেরে ওই দিন রাতেই দেশের বিমান ধরেছেন- মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।
পরদিন, অর্থাৎ ২৫ নভেম্বর (সোমবার) সকালে ফিরেছেন নাইম হাসান। কলকাতা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই নিজ শহর চট্টগ্রামের বিমান ধরেছেন তরুণ এই স্পিনার। বাকি ১০ সদস্যের ২৭ নভেম্বর রাতে ফেরার কথা রয়েছে।
ক্রিকেট পাড়ায় গুঞ্জন, ভারতের কাছে ধরাশায়ী হয়ে সংবাদ মাধ্যমকে এড়াতেই টিম বাংলাদেশের এই কৌশলী পদক্ষেপ।
ভারত সফরে বাংলাদেশের ফলাফল আরেকবার মনে করিয়ে দেই। তিন ম্যাচ টি টোয়েন্টির প্রথমটিতে উড়ন্ত শুরু করলেও পরের দুটিতে হেরে ২-১ এ সিরিজ শেষ করেছে সফরকারী দল।
আর দুই ম্যাচ সিরিজের টেস্টের প্রথমটিতে ইনিংস ও ১৩০ রানে হারের পর দ্বিতীয় ও শেষটিতে হেরেছে ইনিংস ও ৩০ রানে।
গোলাপি বলের টেস্ট টপ নিউজ টিম বাংলাদেশ বাংলাদেশ দল বাংলাদেশ ভারত টেস্ট