Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আসছেন সৌরভ গাঙ্গুলি


২৪ নভেম্বর ২০১৯ ১৮:৩১ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ২১:০২

বাংলাদেশ-ভারতের মধ্যকার ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট খেলা দেখতে নবনির্বাচিত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে ইডেন গার্ডেনসে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘণ্টা বাজিয়ে টেস্ট উদ্বোধনের সাথে সাথে মাঠে বসে দেখেছিলেন প্রথম দিনের খেলাও।

প্রধানমন্ত্রীর এমন ক্রিকেট প্রেমে মুগ্ধ হয়েছেন গাঙ্গুলি। ইডেন টেস্ট শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বের হয়ে এল তার মুগ্ধতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, একজন প্রধানমন্ত্রী এখানে এসে বক্সে বসে বলছেন তিনি সারাদিন খেলা দেখবেন, হোটেলেও যাবেন না; এটা সত্যিই অসাধারণ।

বিজ্ঞাপন

এসময় তিনি আরও জানান যে আগামী মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তিনি বাংলাদেশে আসবেন। একমাত্র বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসবেন।

এছাড়াও মাঠে উপস্থিত থাকার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিসিবি সভাপতি এবং সাবেক ক্রিকেটারদের প্রতি।

ইডেন টেস্ট দিবা-রাত্রির টেস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর