গোলাপি ম্যাচের গ্যালারি থেকে জুয়াড়ি আটক
২৪ নভেম্বর ২০১৯ ১৯:০৭ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ১৯:১৫
ইডেন গার্ডেনসে বাংলাদেশ-ভারত ম্যাচ চলাকালীন সময় গ্যালারি থেকে তিন জন জুয়াড়িকে আটক করেছে কলকাতা পুলিশ। মাঠে বসে বেটিং করার সময় হাতে নাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম শম্ভু দয়াল (৪০), মুকেশ গরে (৪৬) এবং চেতন শর্মা (৩১)।
পুলিশের বরাত অনুযায়ী গোপন তথ্যের ভিত্তিতে গতকাল (২২ নভেম্বর) বিকেল থেকে সমগ্র স্টেডিয়াম জুড়েই নজরদারি বাড়ায় পুলিশের একটি বিশেষ দল। বিশেষ করে এফ ১ এবং জি ১ এই দুই ব্লকে চলে জোরদার নজরদারি। এক পর্যায়ে জি ১ ব্লক থেকে আটক করা হয় তিন জুয়াড়িকে। মাঠে বসে ম্যাচ দেখতে দেখতে মোবাইলে বসে তারা বেটিং করছিলেন। তাদের কাছ থেকে আটক করা হয় ১০ টি মোবাইল এবং ৪ টি গ্যাজেট।
প্রাথমিক জেরার পর তাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সাডার স্ট্রিটের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় আরও দুই জুয়াড়িকে। ভিষেক শুক্লা (৩৫) এবং আয়ুব আলি (৪৪) নামের এই দুই জুয়াড়ির কাছ থেকে জব্দ করা হয় ছয়টি মোবাইল, একটি ল্যাপটপ এবং নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা।
আটককৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ১২০বি এবং ৪২০ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।