গোলাপি বলের অভিষেক টেস্টেই শতক কোহলির
২৩ নভেম্বর ২০১৯ ১৫:৫০ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ ১৫:৫৭
ইন্দোর টেস্টে ব্যাট হাতে ছিলেন একেবারেই নিষ্প্রভ। শূন্য হাতেই ফিরতে হয়েছিল সাজঘরে। তবে কলকাতায় ঐতিহাসিক ইডেন টেস্টে বাংলাদেশকে নিজের জাত দেখাচ্ছেন কোহলি। গোলাপি বলের টেস্টে নিজের রেকর্ডের তুবড়ি ছুটিয়ে চলছেন ভারতীয় অধিনায়ক।
কলকাতা টেস্টের প্রথম দিনেই ভারতীয় অধিনায়ক হিসেবে নামের পাশে ৫০০০ রানের পালকযুক্ত করে রেকর্ড ছুঁয়েছিলেন কোহলি। দ্বিতীয় দিনেও ব্যাট হাতে উজ্জ্বল কোহলি। গতদিনে তার সঙ্গে জুটি গড়া আজিঙ্কা রাহানে ফিরে গেলেও দলকে বড় লিড এনে দিতে বদ্ধ পরিকর তিনি। কেবল বড় লিডই নয়; সেই সঙ্গে গোলাপি বলের টেস্টে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে হাঁকিয়েছেন শতকও। শতক হাঁকাতে কোহলি খেলেছেন ১৫৯ বল।
ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে এটি তার ২০তম শতক। আর আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে সব মিলিয়ে ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০তম শতকের দেখা পেলেন ইডেন গার্ডেনসে।
ইডেন টেস্টের প্রথম দিন শেষে কোহলি অপরাজিত ছিলেন ৫৯ রানে। গতদিনের সঙ্গী রাহানের বিদায়ের পর রবীন্দ্র যাদেজার সঙ্গে গড়েন জুটি। আর তারপরেই তুলে নেন গৌরবময় এক শতক।
কলকাতা টেস্ট গোলাপি বলের টেস্ট বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট বিরাট কোহলি